আন্তর্জাতিক ক্রিকেট

ENG vs IND: আনন্দে মর্কেলের কোলে উঠে পড়লেন গৌতম গম্ভীর। জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গৌতম গম্ভীর দলের দায়িত্ব নেওয়ার পর, টেস্ট ক্রিকেটে সাফল্য আসেনি ভারতের। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে চুনকাপ হয়ে, অস্ট্রেলিয়ার মাটিতেও ব্যর্থতাই সঙ্গী হয়েছিল ভারতীয় দলের। তার উপরে ইংল্যান্ড সিরিজে যাওয়ার আগে টেস্ট দল থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসর নেওয়ার পর, চাপ আরো বেড়েছিল তার উপর। ইংল্যান্ড সিরিজেও হেরে ফিরতে হলে, চাপ যে গম্ভীরের উপরে বাড়ত সেটা ভালোমতই জানতেন তিনি। তবে নিজের উপর ভরসা ছিল তাঁর। এবং সেই ভরসার দাম দিয়েছেন তরুণ ভারতীয় ব্রিগেড। যেখানে শুভমান গিল-মহম্মদ সিরাজদের নাম না বললেই নয়। ওভালে মহম্মদ সিরাজ ইংল্যান্ডের ব্যাটসম্যান গাস অ্যাটকিনসনের উইকেটটা ছিটকে দেওয়ার পরেই, আনন্দে আত্মহারা হয়ে পড়েন হেড কোচ গৌতম গম্ভীর। ওভালে জয়ের পর আনন্দে বোলিং কোচ মর্কেলের কোলে উঠে পড়লেন তিনি। তাঁর কোচিংয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। তখনও কিন্তু গম্ভীরকে এরকম উচ্ছ্বাস করতে দেখা যায়নি। তবে এই জয়টা যে তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, সেটা ম্যাচের শেষে তার আনন্দ দেখে পরিস্কার বোঝা গেছিল। গিল-সিরাজরা টেস্ট জিতে সিরিজ ২-২ ব্যবধানে ড্র করার পাশাপাশি গম্ভীরকেও আনন্দে মাতিয়ে রাখলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version