আন্তর্জাতিক ক্রিকেট
ENG vs IND: এজবাস্টনে রেকর্ড গড়ার দোরগোড়ায় ভারত। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এর আগে এজবাস্টনে আটটি টেস্ট ম্যাচের মধ্যে একটিতেও জেতেনি ভারত। তবে চতুর্থ দিনের শেষে সেই অসাধ্য সাধনের পথে ভারতীয় দল, এমনটাই আশা করা যাচ্ছে। ইংল্যান্ডের সামনে ৬০৮ রানের বিরাট লক্ষ্য রেখেছে শুভমন গিলরা। যেখানে চতুর্থ দিনের শেষে ৭২ রানে ৩ উইকেট খুইয়ে চাপের মুখে ইংল্যান্ড। জয়ের জন্য ভারতের প্রয়োজন ৭টি উইকেট।
চতুর্থ দিনের শুরুতেই আউট হয়ে সাজঘরে ফিরতে হয় করুন নায়ারকে (২৬)। তবে তারপর ব্যাট করতে এসে অনন্য নজির গড়ে ফেলেছেন অধিনায়ক শুভমন গিল। প্রথম ইনিংসে ২৬৯ রান করার পর, দ্বিতীয় ইনিংসেও করলেন ১৬১ রান। এদিকে ৫৫ রানেই নিজের উইকেট খোয়ালেন কেএল রাহুল। ঋষভ পন্থ করেছেন ৬৫ রান। দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত ব্যাটিং করেছেন অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা (৬৯*)। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪২৭ রানে ইনিংস ডিক্লেয়ার করে ভারত। অপরদিকে নতুন বলে ফুল ফোটাচ্ছেন মহম্মদ সিরাজ এবং আকাশ দীপরা। জ্যাক ক্রলির (০) উইকেট পেয়েছেন সিরাজ। অপরদিকে বেন ডাকেট (২৫) এবং জো রুটের (৬) উইকেট নেন আকাশ দীপ। চতুর্থ দিনের শেষে ক্রিজে রয়েছেন অলি পোপ এবং আগের ইনিংসে শতরানের ইনিংস খেলা হ্যারি ব্রুক।