আন্তর্জাতিক ক্রিকেট
ENG vs IND: বুমরাহ দলে ফিরলে, বাদ পড়বেন বাংলার আকাশ দীপ? জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে, দ্বিতীয় টেস্টে খেলছেন না ভারতের তারকা জোরে বোলার জসপ্রীত বুমরাহ। যেই কারণে দলে জায়গা পেয়েছেন ২৮ বছর বয়সী বাংলার জোরে বোলার আকাশ দীপ। আর সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেছেন তিনি। মাত্র ৮৮ রান দিয়ে, নিয়েছেন ৪টি উইকেট। কিন্তু এই দারুন পারফরম্যান্সের পরেও, পরের টেস্টে খেলবেন কি না, সেই উত্তর জানা নেই আকাশ দীপের। মূলত জসপ্রীত বুমরাহ না থাকায় তার পরিবর্ত হিসেবেই দলে জায়গা পেয়েছেন আকাশ দীপ। এবারে পরবর্তী ম্যাচে যদি বুমরাহ খেলেন, তাহলে কি বাদ পড়বেন বাংলার এই বোলার? সেই প্রসঙ্গে আকাশ দীপ বলেন, “দ্বিতীয় টেস্টের এখনও দুই দিন বাকি আছে। তাই এই দুদিন নিজের সবটা দিয়ে ম্যাচটা জেতার কথাই ভাবছি। তৃতীয় টেস্ট নিয়ে ভাবছি না। তৃতীয় টেস্টে আমি খেলব কি না, সেই সিদ্ধান্ত নেবে দল। তারা যেই সিদ্ধান্ত টা নেবেন, সেটা ম্যাচের একদিন আগেই জানতে পারবো”।