আন্তর্জাতিক ক্রিকেট
আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখল ভারত
রে স্পোর্টজের ওয়েব ডেস্ক: আইসিসি থেকে প্রকাশিত হয়েছে বার্ষিক র্যাঙ্কিং আপডেট। যে র্যাঙ্কিংয়ে সকল ফর্ম্যাটেই বড় ধরনের পরিবর্তন দেখা গিয়েছে। যেখানে পুরুষদের ওয়ানডে এবং টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। ২০২৩ বিশ্বকাপে রানার্স-আপ এবং চলতি বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে, ওডিআই র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে নিজেদের জায়গা আরও পাকা করেছে ভারত। অপরদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে, দ্বিতীয় স্থানে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির রানার্স-আপ নিউজিল্যান্ড। যদিও টেস্ট ক্রিকেটে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয়ের পাশাপাশি বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতকে ৩-১ ব্যবধানে হারিয়ে, ১২৬ পয়েন্ট নিয়ে টেস্টে তাদের শীর্ষস্থান ধরে রেখেছে অজিরা।
অন্যদিকে, ওডিআইয়ের পাশাপাশি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও শীর্ষে রয়েছে ভারত। গত বছর পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পাশাপাশি বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও জয় পেয়েছে ভারত। এছাড়া টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বিশেষ কোনও পরিবর্তন আসেনি। যেখানে একই ক্রমে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানকে পিছনে ফেলে সপ্তম স্থানে উঠে এসেছে শ্রীলঙ্কা। ওডিআই র্যাঙ্কিংয়েও ষষ্ঠ থেকে চতুর্থ স্থানে উন্নীত হয়েছে শ্রীলঙ্কা।