আন্তর্জাতিক ক্রিকেট

ENG vs IND: সিরাজের দাপটে, সিরিজ ড্র করলো ভারত। জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ টেস্ট ম্যাচে খেলতে নামার আগে, সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে ছিল ভারত। ফলে সিরিজ ড্র করতে হলে, শেষ টেস্ট ম্যাচে জয় পাওয়াটা আবশ্যিক ছিল শুভমন গিলের দলের কাছে। তবে সেই টেস্ট ম্যাচের চতুর্থ দিন পর্যন্তও বোঝা যায়নি যে সেই ম্যাচে জয় ছিনিয়ে আনবে ভারত। চতুর্থ দিনের খেলার শেষে, ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল মাত্র ৩৫ রান। তবে পঞ্চম দিনের খেলায়, মহম্মদ সিরাজের দাপটে, জয় নিয়ে সিরিজে ২-২ ব্যবধানে ড্র করে ইংল্যান্ড ছাড়বে ভারত। 

পঞ্চম দিনের শুরু থেকেই জয়ের মানসিকতা পরিষ্কার করেন ভারতীয় বোলাররা। ইংল্যান্ড ব্যাটারদের উপর বারংবার চাপ সৃষ্টি করতে থাকেন সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণরা। ইংল্যান্ডের জন্য সহজ জয় মনে হলেও, শেষবেলায় তেতে উঠেছিল ভারতীয় পেসাররা। পরপর উইকেট তুলে ইংল্যান্ডকে চাপে ফেলে দিয়েছিল ভারত। এদিকে পঞ্চম টেস্ট ম্যাচেই ফিল্ডিং করার সময় কাধে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ইংল্যান্ডের বোলার ক্রিস ওয়াকস। শেষ ব্যাটসম্যান হিসেবে তাঁকে দেখা যায় জার্সির ভেতরে এক হাত ঢুকিয়ে দলের স্বার্থে মাঠে নেমেছেন ওয়াকস। তবে তাঁকে যতটা সম্ভব ব্যাটিং কম করানোর চেষ্টা অপরদিকে থেকে করেছেন গাস আটকিনসন। তবে শেষ পর্যন্ত মহম্মদ সিরাজের শিকার হয়েছিলেন আটকিনসন (১৭)। এদিকে বল হাতে দারুন পারফরম্যান্স করে, ম্যাচের সেরা হয়েছেন মহম্মদ সিরাজ। ৩০.১ ওভার বল করে ১০৪ রান দিয়ে তুলেছেন ৫টি উইকেট। ৪টি উইকেট পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণও। যেই সুবাদেই ইংল্যান্ডকে ৬ রানে হারায় ভারত। এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে ভারতের। ২৮ পয়েন্ট নিয়ে, তৃতীয় স্থানে উঠে এসেছে টিম ইন্ডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version