আন্তর্জাতিক ক্রিকেট
ENG vs IND: সিরাজের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক শুভমন গিল। বিস্তারিত পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রোহিত শর্মা এবং বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ইংল্যান্ড সফরে প্রথমবারের জন্য এই দুই কিংবদন্তিকে ছাড়া টেস্ট ক্রিকেট খেলতে নেমেছিল ভারতীয় দল। তার মাঝে অধিনায়কত্বের দায়িত্ব গিয়ে পড়েছিল তরুণ শুভমন গিলের উপরে। যদিও তাকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ায় বিশেষজ্ঞমহলে অনেক জল্পনা শোনা গিয়েছিল। তবে এই ইংল্যান্ড সফরে সেই সমস্ত জল্পনার যোগ্য জবাব দিয়েছেন গিল। লর্ডসের টেস্ট ম্যাচে হারের পর সিরিজে পিছিয়ে পড়েছিল ভারত। ফলে সিরিজে সমতায় ফিরতে হলে পঞ্চম এবং শেষ টেস্ট ম্যাচে জয় পাওয়াটা আবশ্যক ছিল ভারতীয় দলের কাছে। তবে সেই টেস্ট ম্যাচের শেষ দিনের খেলার পরেও একবারও মনে হয়নি যে ভারত এই ম্যাচটি জিতে মাঠ ছাড়ার মতন জায়গায় রয়েছে। তবে পঞ্চম দিনে মহম্মদ সিরাজের দাপটে, জয় পেয়েছে ভারত। লড়াকু মানসিকতায় ইংল্যান্ড থেকে সিরিজ ২-২ ব্যবধানে ড্র করে ফিরছে শুভমান গিলের ‘নতুন ভারত’। এছাড়াও ৭৫৪ রান করে সিরিজে যুগ্মভাবে সেরাও হয়েছেন অধিনায়ক গিল। তবে তার দল যে যথেষ্ট লড়াই দিয়েছে সেই বিষয়টিকে অকপটে স্বীকার করছেন গিল।
ম্যাচের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের প্রশংসা করেছেন তিনি। গিল জানান, “আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটাররা রয়েছেন। তবে সিরিজের শুরু থেকেই আমাদের মধ্যে মাঠে কিছু করে দেখানোর একটা তাগিদ ছিল। ইংল্যান্ডের সামনে কখনোই নিজেদের দলকে ছোট হিসেবে দেখিনি। গোটা সিরিজেই আমরা লড়াই করেছি। দুই দলই নিজেদের সেরাটা দিয়েছে। তবে ইংল্যান্ডও যথেষ্ট লড়াই করেছে। ম্যাচের চতুর্থ দিন পর্যন্ত বোঝা যায়নি, কোন দল জিততে পারে। কিন্তু আমাদের কাছে এই ড্র-টাও অনেক”। দলের বোলিং বিভাগের প্রশংসা করে গিল বলেন, “সিরাজ বা প্রসিদ্ধরা যেমনভাবে পালটা লড়াই করেছে সেটা সত্যিই অসাধারণ। দলে এরম বোলাররা থাকলে, নেতৃত্ব দেওয়া আরও সহজ হয়ে যায়। আমরা জানতাম ইংল্যান্ডও চাপের মধ্যে থাকবে। তাই গতকাল থেকে আমরাও যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলাম। পঞ্চম দিনে সেটাই আমরা করে দেখিয়েছি। যেখানে সিরাজ অনবদ্য। ওর মতো বোলার দলে থাকা সত্যিই যেকোনও অধিনায়কের স্বপ্ন”।