আন্তর্জাতিক ক্রিকেট

ICC CT 2025: সেমিফাইনালের প্রস্তুতি শুরু করে ফেলল অস্ট্রেলিয়া। জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের পর, আবারও একবার আইসিসি ওডিআই প্রতিযোগিতার নকআউটে মুখোমুখি হবে এই দুই দেশ। ম্যাচটি হবে দুবাইয়ে। সেই ম্যাচে খেলতে নামার আগে প্রস্তুতি শুরু করে দিয়েছে স্টিভ স্মিথ, ট্রাভিস হেডরা। তবে সেই দলে রয়েছে একটি বদল। ইতিমধ্যেই চোট পেয়ে ছিটকে গিয়েছেন ম্যাট শর্ট। তার জায়গায় বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন স্পিন অলরাউন্ডার কুপার কনোলি। এদিকে দুবাইয়ের এই মাঠেই রবিবার নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়েছে ভারত। সেই ম্যাচে ৫টি উইকেট পেয়েছেন বরুণ চক্রবর্তী। ২টি পেয়েছেন কুলদীপ যাদব। 

অপরদিকে কুলদীপকে সামলাতে অস্ট্রেলিয়ার নেটে ডাকা হয়েছে দুজন চায়নাম্যান স্পিনারকে। যেখানে ছিলেন সংযুক্ত আরব আমিরশাহির জাতীয় দলের তরুণ স্পিনার হর্ষিত শেঠও। বেশ কয়েকজন অফস্পিনারও ছিলেন সেখানে। দুবাইয়ে ভারতীয় স্পিনারদের সামলানো যে বড় চ্যালেঞ্জ হতে চলেছে, সেটা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন স্টিভ স্মিথরা। তাই সময় নষ্ট না করে রবিবার অনুশীলনে স্পিন খেলতে ব্যস্ত রইলেন অস্ট্রেলীয় ব্যাটাররা। ক্রমাগত ড্রাইভ, ফ্লিকের মহড়া চালিয়ে গেলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। ম্যাচের ব্যাটিং অর্ডার মেনেই এদিন প্র্যাকটিসে ব্যাটিং করলেন স্মিথরা। তবে একটু কম সময় ব্যাটিং করলেন ট্রাভিস হেড এবং স্টিভ স্মিথ। কিন্তু হেডের সঙ্গে কে ওপেনার হিসেবে আসবেন, সেই প্রশ্ন থাকছেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version