আন্তর্জাতিক ক্রিকেট

বড় সিদ্ধান্ত বোর্ডের, বিশ্ব চ্যাম্পিয়নরা পাচ্ছেন বিশেষ পুরস্কার; বিস্তারিত জানতে পড়ুন

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: পুরুষ ক্রিকেটের তুলনায় মহিলা ক্রিকেট যে অনেকটাই অবহেলিত তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে এবার বোধহয় মিটতে চলেছে সেই বিভেদও। অন্তত এমন ইঙ্গিতই পাওয়া গেল ভারতের মহিলা দল বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর। পুরস্কার হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হল এক বিপুল পরিমাণ অর্থ যার অংক ভারতের পুরুষ দলের প্রাপ্ত অংকের থেকেও বেশি। শুধু তাই নয়, ২০২৩ সালের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দল যে পরিমাণ অর্থ পুরস্কার পেয়েছিল, তার অংককেও ছাপিয়ে গেল ভারতের মহিলা দলের প্রাপ্ত পুরস্কার।

২০২৩ সালে ফাইনালে রোহিত শর্মার ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া দল পেয়েছিল মোট ৩৫ কোটি টাকা পুরস্কার অর্থ। কিন্তু এবারে ভারতের মহিলা দল বিশ্বচ্যাম্পিয়ন হয়ে পুরস্কার হিসেবে পেল ৩৯ কোটি ৭৮ লক্ষ টাকা। এই অর্থ ভাগ করে দেওয়া হবে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের মধ্যে। গতবার যেখানে বিশ্বকাপের পুরস্কার অর্থ ছিল ২৯ কোটি টাকা, এবার সেখানেই পুরস্কার মূল্য ছিল ১২৩ কোটি টাকা অর্থাৎ গতবারের চারগুণ। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী এইবারই প্রথম পুরুষ ক্রিকেটার এবং মহিলা ক্রিকেটাররা পেতে চলেছেন সমান পরিমাণ অর্থ। সেক্ষেত্রে এবার মহিলা ক্রিকেট বিশ্বকাপে গতবারের পুরুষ ক্রিকেট বিশ্বকাপের থেকেও বেশি পরিমাণ অর্থ পুরস্কার হিসেবে ধার্য করে নতুন নজির গড়া হয়েছিল। এবার বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটির দল পেয়েছে ২ কোটি টাকা করে। পঞ্চম এবং ষষ্ঠ স্থানে শেষ করা দল পেয়েছে ৫.৮ কোটি টাকা, সপ্তম এবং অষ্টম স্থানে শেষ করা দল পেয়েছে ২.৩ কোটি টাকা করে। এছাড়াও গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জেতার জন্য দলগুলি পেয়েছে ২৮ লক্ষ টাকা।

প্রসঙ্গত, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর বিরাট কোহলিরা বিসিসিআই এর পক্ষ থেকে পেয়েছিলেন ১২৫ কোটি টাকা। হরমনপ্রীতরা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব দেবজিৎ সাঁইকিয়া ঘোষনা করেন মোট ৫১ কোটি টাকা ভারতীয় মহিলা দলকে উপহার দেবে বিসিসিআই। ফলে সবমিলিয়ে নিঃসন্দেহেই ভারতীয় মহিলা ক্রিকেটকে আরো উদ্বুদ্ধ করতে নেওয়া এই সিদ্ধান্ত প্রশংসাযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version