আন্তর্জাতিক ক্রিকেট
ENG vs IND: সমালোচনার মাঝে গিলের পাশে দাঁড়ালেন যশস্বী। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: হেডিংলিতে প্রথম টেস্ট ম্যাচে হারের পর, দলের বোলিং এবং ফিল্ডিং নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে ক্রিকেট বিশেষজ্ঞমহলে। এমনকি দ্বিতীয় টেস্টেও ভারতের দল নির্বাচন নিয়ে একাধিক প্রশ্নের সম্মুখীন হয়েছেন ভারতের অধিনায়ক শুভমন গিল। শুধু সমর্থকেরা নয়, প্রাক্তন ক্রিকেটাররাও সমানভাবে তাকে সমালোচনা করেছিলেন। কিন্তু গিলকে নিয়ে সেই সকল সমালোচনার উত্তর দিলেন আরেক তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। তিনি বলেন, “শুভমন অধিনায়ক হিসেবে দারুন। ব্যাটিংও দুর্দান্ত করেন। শুভমন জানে এই দলটাকে নিয়ে ও কি করতে চায়। এমনকি আমাদের ক্ষমতা নিয়েও ওর স্পষ্ট ধারণা রয়েছে। এটা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে হ্যাঁ, আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে চাই”।