আন্তর্জাতিক ক্রিকেট

ENG vs IND: শতরান গিলের। সঙ্গ দিচ্ছেন জাদেজা। প্রথম দিনের শেষে ভালো জায়গায় ভারত। বিস্তারিত পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এজবাস্টনে, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমেছে ভারত। আর সেখানে প্রথম দিনের শেষে ৩০০ রানের গণ্ডি পেরিয়েছে টিম ইন্ডিয়া। যদিও এদিন টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ের আহ্বান জানিয়েছিল ইংল্যান্ড। আর এদিন প্রথম ব্যাট করতে এসে কিছুটা চাপে পড়েছিলেন ভারতের ওপেনাররা। ম্যাচে ৯ ওভারের মাথায় মাত্র ২ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় গত ম্যাচে শতরানের ইনিংস খেলা কেএল রাহুলকে। তিন নম্বরে ব্যাট করতে এসে মাত্র ৩১ রান করেই, ব্রাইডন কার্সের বলে নিজের উইকেট খোঁয়ান করুণ নায়ারও। কিন্তু পিচে নিজেকে সামলে নেন আরেক ওপেনার যশস্বী জয়সওয়াল। গত ম্যাচে প্রথম ইনিংসে তিনিও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তবে এদিন ৮৭ রান করেই আউট হন তিনি। এদিকে হেডিংলি টেস্টে দুই ইনিংসে জোড়া শতরানের ইনিংস খেলেছিলেন ঋষভ পন্থ। কিন্তু এজবাস্টনে প্রথম ইনিংসে মাত্র ২৫ রানে ফিরতে হয় তাঁকে। ব্যাট হাতে রান পাননি সুযোগ পাওয়া নীতীশ কুমার রেড্ডিও (১)। কিন্তু একদিক থেকে নিজের সাভাবিক খেলা চালিয়ে গিয়েছেন অধিনায়ক শুভমন গিল। প্রথম দিনের শেষে ১১৪ রান করে অপরাজিত রয়েছেন তিনি। তাকে সঙ্গ দিয়েছেন অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা। প্রথম দিনের শেষে তিনিও রয়েছেন ৪১ রানে। এছাড়াও ৯৯ রানের পার্টনারশিপ গড়েছেন গিল-জাদেজা জুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version