আন্তর্জাতিক ক্রিকেট
ENG vs IND: এজবাস্টনে রেকর্ড গড়লেন অধিনায়ক শুভমন গিল। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: হেডিংলিতে প্রথম টেস্ট ম্যাচ হারলেও, নজির গড়েছিল ভারতীয় দল। সেই টেস্টে দুই ইনিংস মিলিয়ে পাঁচটি শতরানের ইনিংস খেলেছিলেন ভারতীয় ব্যাটাররা। এছাড়াও দুই ইনিংসে দুটি শতরানের ইনিংস এসেছিল ঋষভ পন্থের ব্যাট থেকে। এবারে এজবাস্টনে দ্বিতীয় টেস্টে রেকর্ড গড়লেন অধিনায়ক শুভমন গিল। ৩১১ বল খেলে, টেস্ট ক্রিকেটে নিজের প্রথম দ্বিশতরান করলেন তিনি। পাশাপাশি ভারতের প্রথম অধিনায়ক হিসাবে টেস্টে ইংল্যান্ডের মাটিতে ডবল সেঞ্চুরি করারও রেকর্ড গড়লেন তিনি। শুধুমাত্র ডাবল সেঞ্চুরি নয়, দ্বিতীয় টেস্ট বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন ভারতের এই তরুণ অধিনায়ক শুভমন। প্রথম, ‘সেনা’ দেশগুলির মধ্যে, প্রথম এশিয়ান অধিনায়ক হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন গিল। দ্বিতীয়, ইংল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটসম্যান হয়েছেন গিল। এবং তৃতীয়, কিংবদন্তি সুনীল গাভাস্কারকে পিছনে ফেলে, ইংল্যান্ডের মাঠে টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ রান করেছেন শুভমন গিল। এছাড়াও হেডিংলিতে প্রথম টেস্টের প্রথম ইনিংসেও সেঞ্চুরি করেছিলেন গিল।