ক্রিকেট
ঋদ্ধির বিদায় সংবর্ধনার জন্য জমকালো আয়োজন সিএবির তরফে। পেলেন এই এই পুরস্কার; জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মাসখানেক আগেই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন জাতীয় তথা বাংলা দলের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহা। এবারে রবিবারের সন্ধ্যায় সিএবি তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছিল। যেখানে মঞ্চের একদিকে তৈরি করা হয়েছিল একটা ছোট্ট ডাগআউট। যেখানে পরপর ঝুলিয়ে রাখা ছিল বিভিন্ন জার্সি। কোনওটা ছিল টিম ইন্ডিয়ার, আবার কোনওটা ছিল বাংলার। এছাড়াও ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ, চেন্নাই সুপার কিংসের জার্সিও। ছিল কিছু প্যাড, গ্লাভস, ব্যাট, টুপি দিয়ে সুন্দরভাবে সাজানো সেই ডাগআউট।
অনুষ্ঠানে উপস্থিত হয়েই তাঁর জার্সি এবং কিট দিয়ে তৈরি করা সেই ডাগআউট দেখে ঋদ্ধিমান সাহা বলেন, “সিএবি-কে অনেক ধন্যবাদ আমার জন্য এমন আয়োজন করার জন্য। আমি ভাবতে পারিনি তারা এমন আয়োজন করবে। সিএবি-কে অনেক ধন্যবাদ জানাই। আমার এই সাফল্যের জন্য সিএবি এবং বিসিসিআইয়ের সহযোগিতার কথা বলতেই হবে”। এছাড়াও ঋদ্ধির জীবনের বিভিন্ন জানা-অজানা গল্প ভিডিও বার্তায় শোনালেন ভিভিএস লক্ষ্মণ, শিখর ধাওয়ান, ঝুলন গোস্বামী, দীনেশ কার্তিকরা। এছাড়াও লক্ষীরতন শুক্ল রঞ্জিতে ঋদ্ধিমান সাহার বিরুদ্ধে খেলার পাশাপাশিই জাতীয় দলের ড্রেসিংরুমে কাটানো সময়ের স্মৃতিচারণাও করলেন। এছাড়াও এদিন মঞ্চে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলী, ঋদ্ধির ছোটবেলার কোচ জয়ন্ত ভৌমিক, স্ত্রী রোমি, প্রাক্তন সতীর্থ লক্ষ্মীরতন শুরু, অনুষ্টুপ মজুমদাররা। মঞ্চে এসে ঋদ্ধির গল্প শোনালেন তারাও।
সৌরভ গাঙ্গুলী বলেছেন, “মহেন্দ্র সিং ধোনির মত তারকার আমলে ৪০টা টেস্ট খেলা মুখের কথা নয়। আমার মতে ঋদ্ধিই দেশের সেরা উইকেটকিপার। আমাদের দেশের ক্রিকেট ইতিহাসে এমন অনেকেই আছেন যাঁরা অন্যের ছায়ায় ঢাকা পড়ে গেছেন। ঋদ্ধি তাদের ব্যতিক্রম”। এদিকে ঋদ্ধির জন্য বিভিন্ন স্মারকের ব্যবস্থা করেছিল সিএবি। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ঋদ্ধিমান সাহার হাতে তুলে দিলেন রুপোর কিপিং গ্লাভস। কেকেআর-এর দেওয়া স্মারক ঋদ্ধির হাতে তুলে দিলেন সৌরভ গাঙ্গুলী। তারপর তিনি বলেন, “ঋদ্ধি বলল আমিই ওর প্রথম ক্যাপ্টেন। এরকম একজন ভাল ক্রিকেটারের ক্যাপ্টেন হওয়াটাও আমার কাছে গর্বের। তোমার আগামী জীবনের জন্য তোমাকে শুভেচ্ছা”। সিএসকে, সানরাইজার্স হায়দ্রাবাদ, গুজরাত টাইটান্সের স্মারক তাঁর হাতে তুলে দিলেন দেবব্রত দাস, অমলেন্দু বিশ্বাস, প্রবীর চক্রবর্তীর মত সিএবি কর্তারা।