আইপিএল
IPL 2025: মিলল ফিট সার্টিফিকেট, ফের রাজস্থান অধিনায়কের দায়িত্বে সঞ্জু
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অবশেষে সুখবর রাজস্থান রয়্যালস শিবিরে। বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সের থেকে ফিট সার্টিফিকেট পেয়ে গেলেন সঞ্জু স্যামসন। ফলে কিপিং করতে আর কোন বাধা রইল না তাঁর। সেই সঙ্গে রাজস্থানের অধিনায়কত্বের ব্যাটনও ফিরে পেলেন তিনি।
ডান হাতের আঙুলে অস্ত্রোপচারের কারণে প্রথমে উইকেটকিপিং বা ফিল্ডিংয়ের অনুমতি পাননি তিনি। এবারের আইপিএলের প্রথম তিন ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর অবর্তমানে রাজস্থানের অধিনায়কত্ব সামলাচ্ছিলেন রিয়ান পরাগ। বোর্ডের এক সূত্র মারফত জানা গিয়েছে, ‘এনসিএতে চূড়ান্ত ফিটনেস পরীক্ষায় পাস করে গিয়েছেন সঞ্জু।’ ফলে ৫ এপ্রিল মুল্লানপুরে পঞ্জাব কিংসের বিরুদ্ধে রাজস্থানের ম্যাচে অধিনায়ক হিসাবেই দেখা যাবে তাঁকে।