রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচটি খেলতে নামবে ভারত। মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সেমিফাইনাল খেলবে রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তবে প্রতিপক্ষ কে হবে সেটা এখনও চূড়ান্ত হয়নি। রবিবার ভারত-নিউজিল্যান্ড ম্যাচের পরেই চূড়ান্ত হবে যে কোন দল ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে মুখোমুখি হবে। কিন্তু সেটার জন্য হাতে খুব বেশি সময় থাকবে না বলে সেমিফাইনালের প্রস্তুতি সারতে পাকিস্তান থেকে দুবাই উড়ে গেল দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া দুই দলই।
ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা আর নিউজিল্যান্ড এই চারটি দলই খেলেছিল ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালে। আবারও এই চার দলই মুখোমুখি হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেও। তবে কিছুটা বদল থাকছে এখানে। বিশ্বকাপের সেমিফাইনালে ভারত খেলেছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রতিপক্ষ হবে হয় অস্ট্রেলিয়া অথবা দক্ষিণ আফ্রিকা। তবে ভারতীয় দল যে শেষ চারের ম্যাচ দুবাইতে খেলবে, সেটা নিশ্চিত। কিন্তু সেমিফাইনাল কোথায় খেলবে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকা সেই জন্য সমস্যায় পড়েছে তারা। এদিকে ইংল্যান্ডকে হারিয়ে গ্রুপ ‘বি’ শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এদিকে ভারত যদি গ্রুপ শীর্ষে থেকে শেষ করে তাহলে রোহিত শর্মাদের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া। কিন্তু যদি কিউয়িদের কাছে ভারত না জিততে পারে তাহলে দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলতে হবে টিম ইন্ডিয়াকে। আরেক সেমিফাইনালটি হবে পাকিস্তানে।
এদিকে শনিবারই দুবাই চলে গিয়েছে অস্ট্রেলিয়া। রবিবার দুপুরে পৌঁছবে দক্ষিণ আফ্রিকাও। পাকিস্তানে ব্যাটিং করতে সুবিধে হলেও দুবাইয়ের উইকেটে ব্যাট করাটা একটু চ্যালেঞ্জিং। এদিকে সেমিফাইনাল ম্যাচটি হবে ৪ মার্চ। ফলে দুবাইতে সেমিফাইনাল হলে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাবে না দলগুলি। তার পরের দিনই লাহোরে সেমিফাইনাল। এদিকে পাকিস্তানে খেলার কারণে সেখানের পরিবেশটা অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা দুজনের কাছেই জানা। কিন্তু দুবাইয়ের উইকেট অজানা। যার ফলে দুবাইতে প্রস্তুতি সারার পরিকল্পনা নিয়েছে দুই দল।