আন্তর্জাতিক ক্রিকেট

টি-টোয়েন্টি থেকে অবসর স্টার্কের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: তড়িঘড়ি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক। মঙ্গলবার তার অবসরের সিদ্ধান্ত সামনে আসতেই প্রায় একরকম হতভম্ভ হয়ে পড়ে ক্রিকেটমহল। কেনইবা আচমকা এই সিদ্ধান্ত নিলেন স্টার্ক? সেই বিষয়ে মুখ খুলেছেন নিজেই।

জানিয়েছেন আপাতত তার উদ্দেশ্য হল টেস্ট এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে জোর দেওয়া। যদিও আসন্ন ফেব্রুয়ারি মার্চ-মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে না স্টার্ককে এটা ভাবতে পারেননি প্রায় কেউই। সেই প্রসঙ্গে স্টার্ক বলেন, “টেস্ট ক্রিকেট আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং আছে। যদিও দেশের জন্য খেলা টি-টোয়েন্টি ম্যাচের প্রত্যেকটা আমি খুবই উপভোগ করেছি। বিশেষত ২০২১ এর বিশ্বকাপ আমার খুব প্রিয়।” প্রসঙ্গত সেই বছর বিশ্বকাপে জিতেছিল অস্ট্রেলিয়া।

এখনো পর্যন্ত দেশের হয়ে মোট ৬৫ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন স্টার্ক। টি-টোয়েন্টি ক্রিকেটে তার নেওয়া উইকেটের সংখ্যা ৭৯। এখনো পর্যন্ত এই ফরম্যাটে অ্যাডাম জাম্পার পরে অস্ট্রেলিয়ার হয়ে নেওয়া সর্বোচ্চ উইকেট এর নিরিখে তিনি দ্বিতীয় স্থানে। ২০২৭ এর ওডিআই বিশ্বকাপের আগে টার্কির এই বড় সিদ্ধান্ত যে নিঃসন্দেহে বিশ্বকাপের জন্য তার প্রস্তুতির প্রথম পর্ব তা বলাই যায়। এই প্রসঙ্গে তিনি বলেন, “সামনেই ওডিআই বিশ্বকাপ। আমার মনে হয় এটাই আমার কাছে সুযোগ নিজের সেরাটা তুলে ধরার। তাই আমি চাইব ফিট এবং সুস্থ থাকতে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version