আন্তর্জাতিক ক্রিকেট
ENG vs IND: দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেই সেঞ্চুরি হাঁকালেন শুভমন গিল। বিস্তারিত পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব কে দেবেন, সেই নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। তবে অবশেষে সেই দায়িত্ব পেয়েছেন তরুণ শুভমন গিল। তবে অধিনায়ক হওয়ার পর, তাঁর সামনে ছিল কঠিন চ্যালেঞ্জ। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড উড়ে গিয়েছিল ভারতীয় দল। যেখানে প্রথম টেস্টেই ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট হারতে হয়েছিল ভারতকে। তবে হেডিংলিতে প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে শতরান করেছিলেন অধিনায়ক শুভমন গিল। যদিও দ্বিতীয় ইনিংসে মাত্র ৮ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল তাঁকে। তবে দ্বিতীয় টেস্টেও নিজের ফর্মকে ধরে রেখেছেন গিল। এজবাস্টনে প্রথম দিনেই আবারও সেঞ্চুরি হাঁকালেন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল। প্রথম দিনের শেষে, ২১৬টি বল খেলে ১১৪ রানে অপরাজিত রয়েছেন তিনি। প্রথম টেস্টে হারের পর, দ্বিতীয় টেস্টে অধিনায়ক গিলের এই দারুন ইনিংসের জেরে, সিরিজে সমতায় ফেরার স্বপ্ন দেখছে ভারত।