আন্তর্জাতিক ক্রিকেট
ENG vs IND: বুমরাহর প্রসঙ্গে ধোঁয়াশা রেখে গেলেন অধিনায়ক শুভমন গিল। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথম টেস্টে খারাপ বোলিংয়ের কারণে ভুগতে হয়েছিল ভারতকে। এদিকে দ্বিতীয় টেস্টে দলের গুরুত্বপূর্ণ পেসার জসপ্রীত বুমরাহ খেলবেন কিনা, সেই নিয়েও একটা জল্পনা চলছিল। তবে তিনি না খেললে ভারতের বোলিং বিভাগ যে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হবেন, সেটা বলাই যায়। প্রথম টেস্টেও বুমরাহ ছাড়া আর কোনও বোলারকে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যায়নি। এবারে সেই প্রসঙ্গে কথা বলেছেন দলের অধিনায়ক শুভমন গিল। যদিও দ্বিতীয় টেস্টে বুমরাহ খেলবেন কিনা, সেই বিষয়ে এখনই পরিষ্কার কিছু বলেননি তিনি। গিল বলেন, “আমরা সঠিক বোলিং আক্রমণ বেছে নিয়েই দ্বিতীয় টেস্টে খেলতে নামতে চাইছি। তবে হ্যাঁ, জসপ্রীত বুমরাহকে পাওয়া যাবে। অনুশীলনের শেষে পিচ দেখে তার পরেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব”।