আন্তর্জাতিক ক্রিকেট
ENG vs IND: যশস্বী জয়সওয়ালের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনায় গৌতম গম্ভীর। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচেই হারের মুখে দেখতে হয়েছে ভারতকে। হেডিংলিতে প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দলের পাঁচজন ব্যাটসম্যান শতরানের ইনিংস খেলেছিলেন। তবুও শেষমেষ হার দিয়েই যাত্রা শুরু করতে হয়েছে শুভমন গিলের দলকে। বোলিংয়ের পাশাপাশি খারাপ ফিল্ডিংয়ের কারণেই হারতে হয়েছে ভারতকে। এদিকে প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে শতরানের ইনিংস খেলেছিলেন তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। তবে ফিল্ডিংয়ে চার চারটি গুরুত্বপূর্ণ ক্যাচ ফস্কে, ইংল্যান্ডকে চালকের আসনে বসিয়ে দিয়েছিলেন তিনিই। যেই কারণে স্বাভাবিকভাবেই খুশি নন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। এবারে সেই ভুলের যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই কারণে আগে থেকেই সতর্ক হয়েছেন গম্ভীর। দ্বিতীয় টেস্টে খেলতে নামার আগে, অনুশীলনে দীর্ঘক্ষণ যশস্বীর সঙ্গে আলোচনা করতে দেখা যায় এদিন তাঁকে। এছাড়াও হয়তো ফিল্ডিংয়ের জায়গাও পরিবর্তন হতে পারে যশস্বী জয়সওয়ালের। অপরদিকে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত জসপ্রীত বুমরাহ। ফলে সিরিজে পিছিয়ে থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচে কিভাবে ঘুরে দাঁড়াতে পারে ভারতীয় দল, সেদিকেও নজর থাকবে সকলের।