আন্তর্জাতিক ক্রিকেট
ICC CT 2025: নিউজিল্যান্ডকে হারিয়েই গ্রুপ পর্ব শেষ করতে চান রোহিত শর্মারা। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। তবে এই ম্যাচে নামার আগে শনিবার কোনরকম অনুশীলন করলেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা। এদিকে ভারত অনুশীলন না করলেও পুরোদমে অনুশীলন সারলেন কিউয়ি খেলোয়াড়রা। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ভারত। যেই কারণে প্রশ্ন উঠছে যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে কোনওরকম পরীক্ষা-নিরীক্ষা করবেন কিনা রোহিতরা।
সূত্র অনুযায়ী, এই ম্যাচে প্রথম একাদশে আসতে পারেন অর্শদীপ সিং। এছাড়া দলে খুব বেশি পরিবর্তন আসার সংকেত নেই। পাশাপাশি অধিনায়ক রোহিত শর্মা সহ গোটা দলই পুরোপুরি ফিট। যেটা নিঃসন্দেহেই সমর্থকদের জন্য একটা খুশির খবর। এছাড়া দুটি দলের পারফরমেন্স অনুযায়ী রবিবারের ম্যাচের পর আবারও ফাইনালে মুখোমুখি হতে পারে এই দুই দল। ফলে দুবাইয়ের উইকেটে কিভাবে নিজেদের মানিয়ে নেন নিউজিল্যান্ড ক্রিকেটাররা সেটাই দেখবার বিষয়। যদিও বিশেষজ্ঞদের মতে কিউয়িদের পেস আক্রমণ খুব একটা অভিজ্ঞ না হলেও স্পিন বিভাগটা বেশ শক্তিশালী। তাই এই উইকেটে নিউজিল্যান্ড কিভাবে নিজেদের সেরা খেলাটা খেলে সেদিকেই নজর থাকবে সবার।
অন্যদিকে বিরাট কোহলির ভাল ফর্মে থাকার পাশাপাশি, রোহিত শর্মার আক্রমণাত্মক অধিনায়কত্ব ভারতীয় দলের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হতে পারে। এদিকে শারীরিক অসুস্থতার কারণে দলের সঙ্গে সব দিন অনুশীলন করেননি শুভমন গিল। ফলে ব্যাট হাতে গিলের পারফরম্যান্সের দিকেও নজর থাকবে সকলের। এদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচটি ভারতের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও ম্যাচটি জিতেই গ্রুপ পর্ব শেষ করতে চাইবে রোহিত, কোহলিরা। সেমিফাইনালে তাঁদের প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া। ফলে এই ম্যাচটি খেলার আগে নিজেদের জয়ের ধারাকে অব্যাহত রাখতে চাইবে টিম ইন্ডিয়া।