Connect with us

আইএসএল

“সুনীল ছেত্রীর এটা প্রাপ্য হয় না” : রবিন উথাপ্পা

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: মুম্বাই সিটি এফসিকে ২-১ ফলাফলে হারিয়ে এই মরশুমের ডুরান্ড কাপ জিতেছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। কিন্তু এই ডুরান্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়েই সমালোচনার ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

ম্যাচ শেষে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ট্রফি তুলে দেওয়া হয় অধিনায়ক সুনীল ছেত্রীর হাতে। ‌ এই সময় তার পাশে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল লা গনেশান আইয়ার। এই মুহূর্ত ক্যামেরাবন্দি করছিলেন উপস্থিত ফটোগ্রাফাররা যখন তাদের ক্যামেরায় ধরা পড়ে একটি অদ্ভুত দৃশ্য। দেখা যায় গনেশান আইয়ার সুনীল ছেত্রীর কাঁধে হাত রেখে তাকে সরে দাঁড়ানোর ইঙ্গিত করছেন। কারণ সুনীল ছেত্রী সামনে দাঁড়িয়ে থাকায় আড়াল হয়ে যাচ্ছিলেন গনেশান আইয়ার।

মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই ভিডিও। সাথে সাথে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে লক্ষ্য করে তুমুল সমালোচনার ঝড় ওঠে। ফুটবলপ্রেমীরা এটাও বলতে শুরু করেন যে জনপ্রিয়তার লোভে আসল কৃতিত্ব যাদের তাদের সরিয়ে দিতেও দুবার ভাবেন না রাজনীতিবিদরা।

নেট দুনিয়ায় অনেকেই অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এর উদাহরণ টেনে এনেছেন সমালোচনার সময়। ২০০৬ সালে পন্টিং এর অধিনায়কত্বে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া। সেই সময় বিসিসিআই প্রেসিডেন্ট শরদ পাওয়ার পন্টিং এর হাতে ট্রফি তুলে দিলে অস্ট্রেলিয়ার অধিনায়ক বিসিসিআই প্রেসিডেন্ট কে মঞ্চ থেকে নেমে দাঁড়াতে বলেছিলেন। কারণ পন্টিং মনে করেছিলেন এই ট্রফি একা তার নয় গোটা অস্ট্রেলিয়া টিমের প্রাপ্য। তিনি এটাও বলেছিলেন যে তার টিমের বাকি সদস্যরা ছবি তুলতে চায় ট্রফি নিয়ে। যদিও সেই সময় বয়ে গেছিল সমালোচনার ঝড় এবং কটুক্তি ও শুনতে হয়েছিল রিকি পন্টিংকে, তবে আজ সেই উদাহরণ টেনে এনেই নেট দুনিয়ার একাংশের বক্তব্য এই একই পদক্ষেপ নেওয়া উচিত ছিল সুনীল ছেত্রীরও।

অন্যদিকে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সুনীল ছেত্রীর পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন যে সুনীল ছেত্রীর জন্য দুঃখিত তিনি। পাশাপাশি তিনি লেখেন এই ঘটনা কখনই কাম্য নয় এবং সব দিক দিয়েই অন্যায়। সুনীল ছেত্রীর মত একজন প্রতিভাবান ফুটবলারের অনেক ভালো ব্যবহার প্রাপ্য হয়।

নেট দুনিয়ায় ট্রল এবং ধিক্কারের পাশাপাশি উঠছে পশ্চিমবঙ্গের রাজ্যপালের সর্বসমক্ষে সুনীল ছেত্রীর কাছে ক্ষমা চাওয়ার দাবিও।

আইএসএল

ISL 2024/25: “মায়ের পর কেউ সবথেকে বেশি ভালবাসলে সেটা মোহনবাগান”, বলছেন আশুতোষ মেহতা…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শনিবার সল্টলেক স্টেডিয়ামে, শক্তিশালী মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামতে চলেছে খালিদ জামিলের জামশেদপুর এফসি দল। সাম্প্রতিক ফর্মের নিরিখে দেখতে গেলে দারুন ছন্দে রয়েছে মোহনবাগান। এছাড়াও লীগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে সবুজ মেরুন ব্রিগেড। উল্টোদিকে জামশেদপুর এফসি, প্রথমের দিকে ভাল শুরু করলেও, হঠাৎই ঘটে ছন্দপতন। নর্থইস্ট এবং চেন্নাই ম্যাচ মিলিয়ে মোট দশটি গোল হজম করেছে খালিদ জামিলের দল। করেছে মাত্র একটি গোল। তবে শক্তিশালী মোহনবাগানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে খেলতে নামতে মুখিয়ে রয়েছেন তাঁরা। তারই মাঝে অনুশীলন শেষে, দলের রক্ষণের গুরুত্বপূর্ণ ফুটবলার আশুতোষ মেহতা তার পুরানো দলকে নিয়ে বলে গেলেন কিছু কথা।

প্র: অনেকদিন পর আপনি মাঠে ফিরলেন এবং ডুরান্ড কাপ ও আইএসএলে দরুন প্রদর্শনও করলেন। এই খেলাটাকি আপনার নিজেকে ফিরে পাওয়ার লড়াই?
আশুতোষ: আমি সবসময় ধাপে ধাপে এগোতে চেয়েছিলাম। কঠিন পরিস্থিতিতে থাকলেও উদ্দেশ্য ছিল কামব্যাক করার এবং সেটাই করেছি। তবে এখন সব থেকে গুরুত্বপূর্ণ হল আজকের ম্যাচ। সেটা নিয়েই এখন ভাবছি।

প্র: আপনি এর আগে মোহনবাগানে খেলেছেন। বাগান সমর্থকদের অনেক ভালোবাসাও আপনি পেয়েছেন। এবারে তাদের বিপক্ষে খেলতে নামছেন সল্টলেক স্টেডিয়ামে। কেমন লাগছে?
আশুতোষ: মোহনবাগান সমর্থকদের থেকে পাওয়া ভালবাসায় আমি সবসময় কৃতজ্ঞ থাকব। তাদের মত ভালবাসা আমায় কেউ দেয়নি। এই দুই বছরেও তাঁরা আমায় অনেক সমর্থন করেছেন। আমি মনে করি আমার মায়ের পরে কেউ যদি আমায় খুব বেশি ভালবাসে তাহলে সেটা এই মোহনবাগান সমর্থকরাই। তবে আমি প্রফেশনাল ফুটবলার। এখন আমি জামশেদপুরের ফুটবলার এবং এই দলের হয়ে আমি নিজের সেরাটা দিতে চাই।

প্র: খালিদ জামিলের সঙ্গে জুটি বেঁধে এর আগেও খেলেছিলেন। তাই কী আবারও খালিদ স্যারের অনুরোধে জামশেদপুর ফিরে আসা?
আশুতোষ: খালিদ জামিল নিজেও প্রফেশনাল। তিনি সব সময় দলের কথা ভেবেই ফুটবলার চয়ন করেন। শুধু আমায় চেনেন বলেই যে আমি দলে এসেছি সেরমটা নয়। জামশেদপুরে সই করার আগে আমায় ফিটনেস পরীক্ষায় পাস করতে হয়েছিল। তারপর ডুরান্ড কাপে ভাল প্রদর্শন করার পরেই আমি দলে জায়গা পেয়েছি।

প্র: টাইগার শ্রফের সঙ্গে আপনি একসাথে অনুশীলন করতেন। এখন টাইগার শ্রফ মুম্বাইয়ের একটি দলের হয়ে ফুটবল খেলেন। তা নিয়ে আপনার কী বক্তব্য?
আশুতোষ: আমি মনে করি টাইগার শ্রফকে যদি ছয় মাশ কোনও দলের সঙ্গে অনুশীলন করিয়ে দেওয়া যায়, তাহলে সে খেলে নেবে। তার খেলার মানসিকতা, স্কিল সবটাই খুব ভাল রয়েছে। আমি নিজেও তার মধ্যে এই জিনিস গুল দেখে অবাক হয়ে গেছিলাম। তাই আমি মনে করি যদি টাইগার যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে অনায়াসে আমাদের সঙ্গে খেলে নেবেন।

প্র: ডার্বির পর আপনি নিজের সমাজমাধ্যনে মোহনবাগানকে উদ্দেশ্য করে একটি বার্তা দিয়েছিলেন। সেটা নিয়ে কি বলবেন?
আশুতোষ: ডার্বিতে আমি সবসময় মোহনবাগানকে সমর্থন করি। তবে আজকের ম্যাচের জন্য আমি নিজের সেরাটা দিতে চাই। কিন্তু মোহনবাগান সবসময় আমার কাছে মান্যতা পায়। আমি যেই টিমেই খেলিনা কেন আমার দ্বিতীয় দল সবসময় মোহনবাগান।

Continue Reading

আইএসএল

চোটের কবলে অনিরুদ্ধ থাপা এবং বিক্রম প্রতাপ সিংহ। জাতীয় দলের ক্যাম্প থেকে বাদ পড়লেন দুজনেই..

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রবিবার আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল ওড়িশা এফসি এবং মোহনবাগান সুপারজায়ান্ট। এই ম্যাচে তিন পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ ছিল বাগান কোচ হোসে মোলিনার কাছে। তবে কোনভাবে ম্যাচ ড্র করে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। কিন্তু এই ম্যাচে চোট পান মোহনবাগান মাঝমাঠের ফুটবলার অনিরুদ্ধ থাপা। যার ফলে আসন্ন জাতীয় দলের ক্যাম্প থেকেও বাদ পড়লেন তিনি। এছাড়াও চোট পেয়ে দল থেকে বাদ পড়েছেন মুম্বাই দলের বিক্রম প্রতাপ সিংহ।

আমরা গতকালই জানিয়েছিলাম যে চোটের কারণে হয়ত জাতীয় দলের ক্যাম্পেও যোগ দিতে পারবেন না অনিরুদ্ধ থাপা। এবারে সেই খবরেই পড়ল সিলমোহর। চোটের কারণে ভারতীয় দল থেকে বাদ পড়লেন মাঝমাঠের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার অনিরুদ্ধ থাপা। রবিবার আহমেদ জাহু বারবার অনিরুদ্ধকে কড়া ট্যাকেল করেই চলেছিলেন তবে একটিবারও রেফারি তাকে কোনও কার্ড দেখাননি। ঠিক আগের বছর আইএসএলে এই মোহনবাগানের বিরুদ্ধেই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আহমেদ জহুর করা ট্যাকেলের জন্যই দীর্ঘদিন মাঠের বাইরে চলে যেতে হয়েছিল বাগান ফুটবলার সাহাল আব্দুল সামাদকে। এবারেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। পরিবর্তন হল শুধু স্টেডিয়াম এবং ফুটবলার।

জহুর ট্যাকেলের পর সঙ্গেসঙ্গেই মোহনবাগান চিকিৎসাকর্মীরা মাঠে প্রবেশ করেন থাপার শুশ্রূষার জন্য। তবে অনিরুদ্ধকে দেখেই তাঁরা বুঝে যান এই ম্যাচে আর খেলার মত জায়গায় নেই তিনি। তাই সঙ্গে সঙ্গেই তাঁকে পরিবর্তন করার নির্দেশ দেন চিকিৎসাকর্মীরা। এমনকি মাঠের বাইরে বেরোনোর সময়ও হাঁটতে খুবই অসুবিধে হচ্ছিল অনিরুদ্ধ থাপার। এবারে এই চোটের কারণে আসন্ন ভারতের জাতীয় দলের ক্যাম্প থেকেও বাদ পড়লেন তিনি। তবে শুধু অনিরুদ্ধ নয়, চোটের কারণে বাদ পড়েছেন মুম্বাই দলের আক্রমণভাগের ফুটবলার বিক্রম প্রতাপ সিংহও। তবে তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন থোইবা সিংহ। এবারে দেখার কত দ্রুত নিজেদের সুস্থ করে আবার ফুটবল মাঠে প্রত্যাবর্তন ঘটে অনিরুদ্ধ থাপা এবং বিক্রম প্রতাপ সিংহের।

Continue Reading

আইএসএল

ISL 2024/25: কলিঙ্গতে জয় অধরা মোহনবাগানের

Published

on

সৌরভ রায়, ভুবনেশ্বর: পরপর তিন ম্যাচে জয় পেয়ে দুরন্ত ছন্দে ছিল মোহনবাগান দল। তবে ওড়িশার বিরুদ্ধে লড়াইটা বরাবরই কঠিন হবে সেটা জানাই ছিল। তার উপর চোটের কারণে দলে ছিলেন না বাগান মাঝমাঠের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট। অপরদিকে দুই প্রাক্তনী সবুজ-মেরুন ফুটবলার শুরু করেছিলেন ওড়িশা দলে। প্রথমে এক গোলে পিছিয়ে গেলেও অবশেষে মনবীর সিংয়ের করা গোলে ১-১ গোলে ম্যাচ শেষ হয় ম্যাচ।

ম্যাচ শুরুর ২ মিনিটেই ডানদিক থেকে ভেসে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে, মোহনবাগানের ডিফেন্ডার আশিস রাই সেই বল সোজা ব্যাকপাস করে বসেন গোলরক্ষক বিশাল কাইথের হাতে। যার ফলে বক্সের ভিতরে ইনডিরেক্ট ফ্রিকিক দেন ম্যাচ রেফারি ক্রিস্টাল জন। তবে সেই সুযোগ হাতছাড়া করেনি ওড়িশা এফসি। প্রাক্তন মোহনবাগান ফুটবলার হুগো বুমোসের করা গোলে এগিয়ে যায় জাগার্নটসরা। তার কিছুক্ষণ পরে আরেকটি সুযোগ চলে আসে আরেক প্রাক্তন বাগানী রয় কৃষ্ণার কাছে। তবে সেক্ষেত্রে বাগান দূর্গ রক্ষা করেন বিশাল কাইথ। তারপর থেকে নিজেদের ছন্দে ফিরতে শুরু করে মোহনবাগান ফুটবলাররাও। ম্যাচের ৩৬ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বল দুরন্ত হেড দিয়ে জালে জড়িয়ে দলকে সমতায় ফেরান মনবীর সিং। ফলে প্রথমার্ধের শেষে ১-১ গোলে সাজঘরে ফেরে দুই দল।

দ্বিতীয়ার্ধে দুই দলই মরিয়া চেষ্টা চালায় ব্যবধান বাড়ানোর। ওড়িশা রক্ষণের ফুটবলারদের ভুলে সুযোগ পেয়ে গিয়েছিলেন জেমি ম্যাকলারেন তবে সেই বল দুরন্ত সেভ করেন অমরিন্দর সিংহ। বারংবার বাগান রক্ষণে ভয়ংকর হয়ে উঠছিলেন রয় কৃষ্ণা। যদিও পরের দিকে মোহনবাগান কোচ হোসে মোলিনা পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামান জেসন কামিন্স এবং সাহাল আব্দুল সামাদকে। কিন্তু তাও গোলের মুখ খুলতে ব্যর্থ হয় মেরিনার্সরা। অপরদিকে দুরন্ত কিছু সেভ করে মোহনবাগানকে খেলার মধ্যে রেখে দিয়েছিলেন বিশাল কাইথ। যার ফলে ১ পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হল হোসে মোলিনার ফুটবলারদের। এর পাশাপাশিই ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানেই থাকল সবুজ-মেরুন দল।

Continue Reading

Trending