সায়ন দে, ভুবনেশ্বর: গোটা মরশুম কখনও ক্লাবের অন্দরমহলে বিতর্ক, আবার কখনও ফুটবলারদের পর্যাপ্ত বেতন না দেওয়ায় অনুশীলন বয়কট করা, সব মিলিয়ে চলতি মরশুম মহামেডানের প্রাপ্তি ছিল শুধুই হতাশা এবং ব্যর্থতা। সুপার কাপেও দল নামানো নিয়ে চলেছে একপ্রস্ত বিতর্ক। তবে বৃহস্পতিবার নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে মাঠে নামলেও, জয়ের মানসিকতার অভাব ছিল ফুটবলারদের মধ্যে। সেই মতোই নর্থইস্টের কাছে ০-৬ গোলের বড় ব্যবধানে হেরে সুপার কাপের যাত্রা শেষ করল মহামেডান স্পোর্টিং। নর্থইস্টের হয়ে এদিন হ্যাটট্রিক করেন আলাদিন আজারাই। একটি করে গোল করেন গিলেরমো ফার্নান্দেজ, নেস্টর আলবিয়াক এবং জিথিন এমএস।
প্রথমার্ধের শুরুতেই নেস্টর আলবিয়াকের ক্রস থেকে গোল করে নর্থইস্টকে এগিয়ে দেন জিথিন এমএস। পরক্ষনেই আক্রমণে উঠে আসে মহামেডান ফুটবলাররাও। তবে আক্রমণে উঠলেও অপরপ্রান্তে গিলেরমোর বাড়ানো বল থেকে গোল করে ব্যবধান ২-০ করেন চলতি মরশুম আইএসএলের সর্বাধিক গোলদাতা আলাদিন আজারাই। ম্যাচের ৪২ মিনিটে আরও একটি গোল করেন নেস্টর আলবিয়াক। ফলে প্রথমার্ধে ০-৩ গোলে পিছিয়ে সাজঘরে ফেরে মহামেডান স্পোর্টিং।
দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণাত্মক মেজাজেই দেখা যায় নর্থইস্ট ফুটবলারদের। সেই সুবাদেই ম্যাচের ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন আলাদিন আজারাই। ৬১ মিনিটে রবি হাঁসদার একটি শট বারে লেগে প্রতিহত হয়। ৬৬ মিনিটে ব্যবধান ৫-০ করেন গিলেরমো ফার্নান্দেজ। সংযুক্তি সময়ে পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন আলাদিন আজারাই। ফলে ৬-০ গোলে মহামেডানকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করল নর্থইস্ট ইউনাইটেড এফসি।