সায়ন দে, ভুবনেশ্বর: বুধবার সুপার কাপের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছিল মুম্বই সিটি এফসি এবং চেন্নাইয়িন এফসি। সেই ম্যাচে ৪-০ ব্যবধানে বড় জয় পেয়েছে পিটার ক্র্যাটকির দল। এদিনের ম্যাচে জোড়া গোল করেছেন দলের অন্যতম সেরা উইঙ্গার লালিয়ানজুয়ালা ছাঙতে। এছাড়াও গোল পেয়েছেন বিপিন সিং এবং নিকোলাস কারেলিসও। আগামী ২৭ এপ্রিল, ইন্টার কাশীর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মুম্বই।
ম্যাচের শুরু থেকেই চেন্নাইয়িন রক্ষণে অনবরত আক্রমণ তুলে আনেন মুম্বই ফুটবলাররা। তবুও গোল তুলে আনতে ব্যর্থ হন তারা। অপরদিকে মুহুর্মুহু আক্রমণে উঠে আসছিল চেন্নাইয়নের ফুটবলাররাও। ম্যাচের ৪৪ মিনিটে ডান প্রান্ত থেকে ভেসে আসা একটি ক্রস থেকে গোল করে মুম্বইকে এগিয়ে দেন নিকোলাস কারেলিস। প্রথমার্ধে ব্যবধান থাকে ১-০।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া চেষ্টা করতে শুরু করে চেন্নাইয়ন। তবুও গোল তুলে নিতে ব্যর্থ হন তারা। জমাট থাকে মুম্বই রক্ষণ। এদিকে ৬৪ মিনিটে লালিয়ানজুয়ালা ছাঙতের গোলে ব্যবধান ২-০ হয় মুম্বইয়ের। ৮৬ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন ছাঙতে। অবশেষে ম্যাচের শেষ মিনিটে বিপিন সিংয়ের গোলে ৪-০ ব্যবধানে বড় জয় পায় মুম্বই সিটি এফসি।