সায়ন দে, ভুবনেশ্বর: রবিবার সুপার কাপে অভিযান শুরু করতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। গত মরশুমে সুপার কাপ জিতেই চ্যাম্পিয়ন্স লিগ টু-এর প্লে অফ খেলার সুযোগ পেয়েছিল লাল-হলুদ ব্রিগেড। যদিও সুযোগ কাজে লাগাতে পারেনি ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে হয় তাদের। তাই ফের সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে এসিএল টু-এর প্লে অফের যোগ্যতা অর্জন করতে মরিয়া লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মাঠে নামার আগে সাংবাদিক সম্মেলনে অস্কার বলেন, “বিগত কয়েক সপ্তাহ আমরা কঠোর পরিশ্রম করেছি। এছাড়াও এই প্রতিযোগিতায় ভাল ফল করতে পারলে এএফসিতেও প্রতিনিধিত্ব করার সুযোগ পাব। তাই এই প্রতিযোগিতাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করব ভাল ফুটবল খেলে ম্যাচটি জিতে ২৬ তারিখ মোহনবাগানের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার”।
পাশাপাশি, অস্কার আরও যোগ করে বলেন, “ছেলেরা খুব পরিশ্রম করছে। খেলায় কিছু পরিবর্তন দেখতে পাবেন। কেরালা খুব ভালো দল, ওরাও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। তবে কেরালাকে হারিয়ে আমাদের নজর এখন ডার্বি খেলা।” সুপার কাপে সুযোগ থাকলেও ৫ বিদেশি মাঠে নামাতে পারবেন না অস্কার ব্রুজো। সউল ক্রেসপোর চোট চিন্তায় রেখেছে তাঁকে। যদিও কোনও অজুহাত না দিয়ে অস্কার বলেন, “চোট নিয়ে কোনও অজুহাত দিতে চাই না। সউল খেলবে কিনা তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। হাতে বেশ কিছুটা সময় রয়েছে।”