রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: তারকা ফুটবলার নেইমারকে ছাড়াই কলম্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নেমেছিল ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়রের করা শেষ মুহুর্তের গোলে রুদ্ধশ্বাস জয় পেল সাম্বা ব্রিগেড। ২-১ গোলে কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল ব্রাজিল। ম্যাচ শুরুর ৬ মিনিটের মধ্যেই এগিয়ে যায় তারা। বক্সের মধ্যে ভিনিসিয়াসকে ফাউল করেন মুনোজ। পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি রাফিনহা। মিনিট তিনেকের মধ্যেই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন জিনিসয়াস।
পিছিয়ে পড়ে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে কলম্বিয়ার ফুটবলাররা। প্রথমার্ধের একেবারে শেষ মুহুর্তে লুইস দিয়াজের গোলে ম্যাচে সমতা ফেরে। ডান প্রান্ত থেকে মুনোজের ক্রস ধরে আলিসনকে পরাস্ত করেন দিয়াজ। দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ডোরিভালের দল। ম্যাচ যত শেষের দিকে গড়িয়েছে ততই আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে ব্রাজিল। অবশেষে সংযুক্তি সময়ের শেষ মুহুর্তে ভিনিসিয়াসের গোলে জয় পায় ব্রাজিল। দশ মিনিট সংযোজিত সময় দিয়েছিলেন রেফারি। ৯ মিনিটের মাথায় বাঁ প্রান্ত থেকে একাই কাট করে বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন ভিনি। বক্সের বাইরে থেকে জোড়ালো শটে গোলকিপারকে পরাস্ত করেন তিনি।