Connect with us

অলিম্পিক পদক বিবর্ণ হয়ে পড়ায়, অভিযোগে নামল ২২০ জন অ্যাথলিট। পদক বদলে দেওয়ার আশ্বাসে অলিম্পিক কমিটি…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অলিম্পিক শেষের পর থেকেই পদকের মান নিয়ে অভিযোগ করেছেন ২০০ জনেরও বেশি অ্যাথলিট। তাদের অভিযোগ যে অধিকাংশ পদকের মান খারাপ এবং সেগুলি বিবর্ণ হয়ে যাচ্ছে। বাধ্য হয়েই যারা পদক বদলাতে চেয়ে আবেদন করেছেন তাদের প্রত্যেকের পদক বদলে দেওয়ার আশ্বাস দিয়েছেন অলিম্পিক কমিটি। সমস্ত নিম্নমানের পদক ফেরত দেওয়ার কথা জানানো হয়েছে প্যারিস অলিম্পিক কমিটির তরফ থেকে। 

মোট ২২০ জন অ্যাথলিট পদক ফেরতের আবেদন করেছেন। খবর পদকগুলি বানিয়েছে মনি ডে প্যারিস নামের এক সংস্থা। তবে ফেরত চাওয়া সকল অ্যাথলিটকে নতুন পদক দেওয়া হবে। কিন্তু ফেরত নেওয়া পদকগুলি নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিকে প্রতিযোগিতা শেষ হওয়ার আগে থেকেই অলিম্পিকের পদকের মান নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়ে গেছিল। আমেরিকার অ্যাথলিট নাইজা হিউস্টন প্রথম এই অভিযোগটি করেন। তার দাবি যেই পদকটি তিনি প্রতিযোগিতার শুরুতে জিতেছিলেন, অলিম্পিক শেষ হওয়ার আগেই সেটা বিবর্ণ হয়ে গেছে। এবারের পদকে ধাঁচ রাখা হয়েছে ঐতিহাসিক আইফেল টাওয়ারের। ফলে সেই পদকের ধাতুতে মেশানো হয় সেই আইফেল টাওয়ারের অংশ। এবারে সেই কারণেই হোক কিংবা অন্য কারণে, পদক বিবর্ণ হওয়া শুরু হওয়ায় বহু অ্যাথলিট অভিযোগ করেন। শেষে বাধ্য হয়েই পদকগুলো বদলে দেওয়ার সিদ্ধান্ত নেয় অলিম্পিক কমিটি। পদক বদলানোর কাজ শুরু হয়েছে আগস্ট মাস থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা