রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শুরু হতে চলেছে চ্যাম্পিয়নস ট্রফি। দীর্ঘ বিরতির পর ফের ফিরে আসা এই প্রতিযোগিতাকে নিয়ে ক্রিকেট দুনিয়ায় উত্তেজনার পারদ তুঙ্গে। সাথে শেষ নেই বিতর্কের। পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফি এই প্রথমবার খেলা হবে হাইব্রিড মডেলে। বাকি সমস্ত ম্যাচ করাচিতে হলেও ভারত খেলবে দুবাইতে। ২০২৩ ওডিআই বিশ্বকাপের পয়েন্ট তালিকা মেনে প্রথম আটটি দল অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতায়। যার মধ্যে প্রথমবারের জন্য বাদ পড়েছে শ্রীলংকা, আবার একই সাথে প্রথমবারের জন্য এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে আফগানিস্তান। শুরুর আগে জেনে নেওয়া যাক প্রতিযোগিতার বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
১. ২০১৩ সালের পর থেকেই শুরু হয়েছিল বিতর্ক চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিযোগিতা নিয়ে। শোনা যাচ্ছিল এর পরিবর্তে খেলা হতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। এমনই সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি। ২০১৭ সালের শেষবারের মত খেলা হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি। তাই দীর্ঘ আট বছরের খরা পেরিয়ে অবশেষে আবার ফিরতে চলেছে এই প্রতিযোগিতা।
২. ২০১৭ সালে ওভালে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারতকে ১৮০ রানে পরাজিত করেছিল পাকিস্তান। তৎকালীন পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান এটাকে নিঃসন্দেহে বড় জয় হিসেবে দেখেছিলেন। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের যাত্রা শুরু করতে চলেছে পাকিস্তান। তাই নিঃসন্দেহে এই লড়াই তাদের কাছেও বেশ চ্যালেঞ্জিং।
৩. ২০২১ সালে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২০২৫ এর চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানে। ২০০৯ সালে শ্রীলংকার পাকিস্তান ট্যুরের অভিজ্ঞতা মোটেই ভালো ছিল না। সেই সময়ের শ্রীলংকার দলের উপর অতর্কিতে হামলা ঘটেছিল। আর তাই ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরাতে বাধ্য হয়েছিল আইসিসি দক্ষিণ আফ্রিকায়। এর আগে শেষ ১৯৯৬ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছিল আইসিসির বিশ্বকাপ। এরপর এই প্রথম পাকিস্তানে ফের আইসিসির কোন প্রতিযোগিতার আয়োজন হতে চলেছে।
৪. ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছিল যে ভারত সরকার চায়না ভারত পাকিস্তানে গিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক। সে ক্ষেত্রে রোহিত শর্মাদের আবেদন খারিজ করে তাদেরকে অনুমতি দেওয়া হয়নি পাকিস্তানে খেলার। সেই জন্যই এই মরসুমের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের কো-হোস্ট হিসেবে নির্বাচিত হয়েছে আরব আমির শাহী। এমনকি ২০০২৭ পর্যন্ত এই হাইব্রিড মডেলকেই স্বীকৃতি দিয়েছে আইসিসি। জানানো হয়েছে ভারত পাকিস্তান দুই দেশের মধ্যে কোন দেশ তার প্রতিবেশী দেশে গিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না।
৫. ২০২৩ একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপের ফলাফল থেকেই মোট আটটি দলকে নির্বাচন করা হয়েছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। সেই ফলাফল অনুযায়ী ষষ্ঠ স্থানে শেষ করেছিল আফগানিস্তান আর তাই ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করতে চলেছে তারা। অন্যদিকে বাদ পড়তে চলেছে শ্রীলঙ্কায় এবং নেদারল্যান্ডস এই দুটি দল।
৬. ২০০৬ সালের ফরম্যাট মেনেই আই সি সি আয়োজন করছে এই প্রতিযোগিতার। অংশগ্রহণকারী আটটি দলকে মোট দুটি বিভাগে ভাগ করা হবে অর্থাৎ প্রতিটি বিভাগে থাকবে চারটি করে দল। দুটি বিভাগ থেকে দুটি করে দল নির্বাচিত হবে সেমিফাইনাল খেলার জন্য। এবং তারপর বিজয়ী দুই দল পরস্পর মুখোমুখি হবে ফাইনালে।
৭. গৌতম গম্ভীর ভারতের কোচ নির্বাচিত হওয়ার সময় জানিয়েছিলেন ২০২৭ বিশ্বকাপে রোহিত শর্মা বিরাট কোহলিকে দলে চাইছেন তিনি। তবে তারপর ভারতের ক্রিকেটের ঘটেছে একাধিক পরিবর্তন। একদিকে যখন রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভালো ছন্দে নেই ঠিক তখনই উঠে এসেছে নতুন ট্যালেন্ট। একাধিক তরুণ ক্রিকেটাররা বারবার নিজেদের মেলে ধরেছেন বিভিন্ন ক্ষেত্রে। তাই ক্রিকেট মহলে জল্পনা শোনা যাচ্ছে এটিই হতে চলেছে রোহিত শর্মা এবং বিরাট কোহলির শেষ একদিনের আন্তর্জাতিক প্রতিযোগিতা। সেক্ষেত্রে দুজনেই চাইবেন এই প্রতিযোগিতাকে স্মরণীয় করে রাখতে।
৮. আটটি দলের বিভিন্ন তারকা ক্রিকেটাররা যারা স্কোয়াডে ছিলেন তারা অনেকেই অংশগ্রহণ করছেন না এই প্রতিযোগিতায়। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন যশপ্রীত বুমরাহ। ভারতীয় শিবিরে নিঃসন্দেহে এটি বড় ধাক্কা। তবে তার থেকেও বড় ধাক্কা এসেছে অস্ট্রেলিয়ার দলে। বিভিন্ন কারণে এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়া পাঁচ তারকা ক্রিকেটার, যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নাম হলো প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক।
তবে নিঃসন্দেহে এই প্রতিযোগিতা হতে চলেছে ক্রিকেট দুনিয়ায় অন্যতম গুরুত্বপূর্ণ আইসিসি প্রতিযোগিতাগুলির মধ্যে একটি। এখন দেখার ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ হাসি হাসে কোন দল।