Connect with us

ঘরের মাঠে এফসি গোয়াকে হারিয়ে সহজ জয় বেঙ্গালুরু এফসির…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইএসএলের প্রথম সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসি এবং এফসি গোয়া। সেখানে ঘরের মাঠে ২-০ গোলে সহজ জয় তুলে নিল বেঙ্গালুরু। শুরুর থেকেই যথেষ্ট আক্রমণের চাপ ছিল বেঙ্গালুরু এফসির। মাঝে মধ্যে আক্রমণে এসেছে এফসি গোয়াও। তবে প্রথমার্ধের শেষের দিকে গোয়ার রক্ষণভাগের ফুটবলার সন্দেশ ঝিঙ্গানের ভুলে প্রথম গোলটা পেয়ে যায় বেঙ্গালুরু। পরে এডগার মেন্ডেজের দুরন্ত গোলে জয় পায় বেঙ্গালুরু এফসি। আগামী ৬ এপ্রিল দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। 

ঘরের মাঠে শুরুর থেকেই  আগ্রাসী ফুটবল খেলে বেঙ্গালুরু এফসি। গোয়া রক্ষণে একের পর এক আক্রমণ তুলে আনছিলেন রায়ান উইলিয়ামস, সুরেশ সিং ওয়াংঝামরা। সেই সুবাদেই ম্যাচের ৪২ মিনিটে ডান প্রান্ত থেকে এডগার মেন্ডেজের ভাসানো ক্রস থেকে আত্মঘাতী গোল করে বসেন গোয়া ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। ফলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে মাঠ ছাড়ে বেঙ্গালুরু। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান ২-০ করেন সেই এডগার মেন্ডেজ। ৫৬ মিনিটে মাঠে নামেন সুনীল ছেত্রী। অপরদিকে গোল পরিশোধের মরিয়া চেষ্টা চালায় এফসি গোয়া। তবুও ২-০ ব্যবধানেই ম্যাচ জেতে বেঙ্গালুরু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা