Connect with us

জয় দিয়েই ফরাসি ওপেন শুরু করলেন সিনার

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে জয় পেয়েছিলেন আলকারাজ। এবার জয় দিয়েই ফরাসি ওপেনে অভিযান শুরু করলেন ইয়ানিক সিনার। ফ্রান্সের আর্থার রিন্ডারনেককে হারিয়ে জয় পেলেন তিনি। সিনারের পক্ষে ম্যাচের ফলাফল  ৬-৪, ৬-৩, ৭-৫। ফরাসি ওপেনের প্রথম ম্যাচেই স্ট্রেট সেটে জিতলেন বিশ্ব টেনিসের এক নম্বর তারকা। অস্ট্রেলিয়ান ওপেনের পর তিন মাসের জন্য নির্বাসিত ছিলেন সিনার। কোর্টে ফিরেই পুরনো ছন্দে তিনবারের গ্র‍্যান্ড স্লাম বিজয়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা