রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতের অন্যতম সেরা দৌড় প্রতিযোগিতা টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতার দশম সংস্করণে আন্তর্জাতিক ইভেন্ট অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন অলিম্পিক রৌপ্যজয়ী মার্কিন স্প্রিন্টার কেনি বেডনারেক। তাঁর মতে, এ ধরনের আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতা সাধারণ মানুষকে সুস্থ জীবনধারার প্রতি অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
এলিট স্তরে পারফরম্যান্সের মূল চাবিকাঠি হিসেবে মানসিক শক্তির উপর জোর দেন বেডনারেক। তিনি বলেন, “শারীরিক প্রস্তুতি বা প্রতিভা থাকলেই চলবে না। রেসের দিনে মানসিকভাবে শক্ত না হলে সবই বৃথা। স্প্রিন্টিং প্রায় ৯০ শতাংশই মানসিক খেলা—শৃঙ্খলা, দায়িত্ববোধ, আত্মবিশ্বাস এবং রিকভারি ধারাবাহিক সাফল্যের জন্য অপরিহার্য।”
নিজের ক্রীড়াজীবনের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি জানান, উন্নতির কোনও শেষ নেই। “জিতলেও আমি আর আমার টিম ভাবি, আরও কীভাবে ভালো করা যায়। পরিপূর্ণতা বলে কিছু নেই—শুধু অগ্রগতি আছে,” বলেন তিনি, জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশনের পড়ুয়াদের সঙ্গে মতবিনিময়ের সময়।
বিশ্বের অন্যতম সেরা স্প্রিন্টার কেনি বেডনারেক টোকিও ২০২০ ও প্যারিস ২০২৪ অলিম্পিকে পুরুষদের ২০০ মিটারে রৌপ্যপদক জয় করেছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও তাঁর ঝুলিতে রয়েছে রৌপ্য। ডায়মন্ড লিগে ধারাবাহিক সাফল্যের পাশাপাশি তাঁর ব্যক্তিগত সেরা টাইম ১৯.৪৯ সেকেন্ড।
আমেরিকান স্প্রিন্টিংয়ের ভবিষ্যৎ প্রসঙ্গে বেডনারেক বলেন, “আমেরিকার স্প্রিন্টিং বরাবরই শক্তিশালী। উসাইন বোল্ট ছিলেন আলাদা স্তরের। তবে এখন যুক্তরাষ্ট্র খুব ভালো জায়গায় রয়েছে। সামনে বড় চ্যাম্পিয়নশিপ এবং নিজেদের দেশে অলিম্পিক—এই সময়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
ভারতীয় অ্যাথলেটিক্স নিয়েও আশাবাদী তিনি। “ভারতে প্রচুর প্রতিভা রয়েছে। সঠিক কোচিং, ট্রেনিং স্ট্রাকচার ও রিকভারি সিস্টেম পেলে এখানকার ক্রীড়াবিদরা বিশ্বমঞ্চে বড় সাফল্য পেতে পারেন,” বলেন বেডনারেক।
ভারতের ক্রীড়াক্ষেত্রে দীর্ঘমেয়াদি যুক্ত থাকার আগ্রহ প্রকাশ করে তিনি জানান, “মেন্টরশিপ, অভিজ্ঞতা ভাগ করে নেওয়া বা সরাসরি সংযোগ—যে কোনও অর্থবহভাবে অবদান রাখতে আমি আগ্রহী। খেলাধুলোর শক্তি জীবন বদলে দিতে পারে।”
টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা সম্পর্কে বেডনারেকের মন্তব্য, “এটা শুধু দৌড় নয়, এক বিশাল উৎসব। এলিট অ্যাথলেট থেকে শুরু করে প্রথমবার দৌড়ানো মানুষ—সবাই একই রাস্তায়। এই অভিজ্ঞতা সামনে থেকে দেখার এবং রবিবার দৌড়বিদদের উৎসাহ দেওয়ার অপেক্ষায় রয়েছি।”
