Connect with us

কমনওয়েলথ গেমস ভারত আয়োজন করতে চেয়ে বিড জমা দিল ভারত

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব ছেড়ে দিয়েছে কানাডার অ্যালবার্টা প্রদেশ। বিপুল খরচের কারণেই এই দায়িত্ব ছেড়েছে তারা। এবারে সেই সুযোগের সদ্ব্যবহার করল ভারত। সূত্রের খবর, ২০৩০ কমনওয়েলথ গেমস গুজরাটের আহমেদাবাদে করতে চেয়ে সরকারিভাবে বিড ক্রীড়ামন্ত্রকে জমা দিল ভারত। ইদানিং কমনওয়েলথ গেমসের জনপ্রিয়তা তলানিতে যাওয়ায় ভেন্যু খুঁজতে কালঘাম ছুটছে আয়োজকদের। ইতিমধ্যেই বিপুল খরচের কারণে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশ ২০২৬ কমনওয়েলথ গেমসের আয়োজনের দায়িত্ব ছেড়েছে। যদিও বেশ কিছু ইভেন্ট আয়োজিত হবেনা এই প্রতিযোগিতায়।

২০৩০ এর আগস্ট মাসে কানাডার অ্যালবার্টায় আয়োজনের কথা ছিল কমনওয়েলথ গেমসের। কিন্তু বিপুল খরচে আলবার্টা সরে দাঁড়ানোর কারণে আদৌ কমনওয়েলথ গেমস হবে কিনা, সেই বিষয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে ত্রতার ভূমিকায় ভারত। ইতিমধ্যেই প্রতিযোগিতার আয়োজন করতে চেয়ে বিড জমা করেছে ভারত। খবর, ২০৩৬ সালের অলিম্পিকের জন্যও বিড করতে চাইছে ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে এই কাজে সরাসরি তদারকি করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা