রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আর্চারী বিশ্বকাপের স্টেজ ওয়ানে চারটি পদক জয় ভারতের। তার মধ্যে রয়েছে একটি সিলভার পদক এবং একটি ব্রোঞ্জ পদক। রবিবার প্রথমে ২-৪ ব্যবধানে পিছিয়ে থেকেও শেষে, স্পেনের প্রতিপক্ষ আন্দ্রেস টেমিনো মিডিয়েলকে ৬-৪ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক যেতেন ২৩ বছর বয়সী ধীরাজ বোম্মাদেবারা। অপরদিকে অল্পের জন্য পদক হাতছাড়া করেন আরেক ভারতীয় অভিষেক বর্মা।