রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শনিবার গোয়ার আকাশে সকাল থেকে রোদের ঝলকানি থাকলেও বিকেল নামতেই আচমকা নামল প্রবল বর্ষণ। সেই বৃষ্টিস্নাত আবহেই ফতোরদার মাঠে সুপার কাপের প্রথম ম্যাচে নামল মোহনবাগান সুপার জায়ান্টস ও চেন্নাইয়ন এফসি। মাঠে জল জমে খেলায় ছন্দ আনতে দুই দলই প্রথমে হোঁচট খেলেও শেষ পর্যন্ত জয় হাসিল করল হোসে মোলিনার ছেলেরা। জোড়া গোল করে সবুজ-মেরুন সমর্থকদের মুখে হাসি ফোটালেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেমি ম্যাকলারেন।
প্রথমার্ধ থেকেই মাঠের পরিস্থিতি ফুটবলের স্বাভাবিক ছন্দে বাধা হয়ে দাঁড়ায়। বল গড়িয়ে নিতে বারবার সমস্যা হচ্ছিল দুই দলের খেলোয়াড়দের। তবুও দাপট দেখিয়ে বল দখল বজায় রাখে মোহনবাগান। চেন্নাইয়নও কিছু মুহূর্তে পাল্টা আক্রমণে বিপদ তৈরি করেছিল, তবে গোলের মুখ খুলতে পারেনি। ২৫ মিনিটে ফারুক চৌধুরীর জোরালো শট অনবদ্য ভঙ্গিতে প্রতিহত করেন মোহনবাগানের গোলরক্ষক বিশাল কাইথ।
৩৬ মিনিটে আসে মোড় ঘোরানো মুহূর্ত। লিস্টন কোলাসোর চমৎকার ব্যাকহিল থেকে পাওয়া বল বক্সের বাইরে থেকে বিদ্যুত গতিতে জালে জড়ান জেমি ম্যাকলারেন। এগিয়ে যায় মোহনবাগান। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে চেন্নাইয়ন এফসি, কিন্তু মোহনবাগানের রক্ষণভাগ ছিল অটুট। ৬৭ মিনিটে মনবীর সিংহের নিখুঁত পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান বাড়ান ম্যাকলারেন। এরপর ৮০ মিনিটে জেসন কামিন্স এবং ৮৭ মিনিটে লিস্টন কোলাসো গোলের সুযোগ নষ্ট করেন, তবে জয় আর হাতছাড়া হয়নি।
শেষ বাঁশি বাজতেই ২-০ ব্যবধানে জয়ের হাসি ফোটে মোহনবাগান শিবিরে। আইএফএ শিল্ড জয়ের পর সুপার কাপেও দুর্দান্ত সূচনা করল সবুজ-মেরুন ব্রিগেড। হোসে মোলিনার দল যেন শুরুতেই জানিয়ে দিল — এই টুর্নামেন্টেও তারা এসেছে চ্যাম্পিয়নের মতো খেলতে।
