রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামছে ভারত। যদিও খালিদ জামিলের কাছে এই ম্যাচ শুধুই নিয়মরক্ষার। তবুও হামজা চৌধুরীদের বিরুদ্ধে রায়ান উইলিয়ামস মাঠে নামবেন কিনা, তা নিয়ে বিস্তর আলোচনা চলছিল। রায়ান উইলিয়ামসকে নিয়ে বাংলাদেশ পাড়ি দিয়েছিল ভারতীয় দল। কিন্তু অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে নো অবজেকশন সার্টিফিকেট না আসায়, রায়ানের মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
অবশেষে অপেক্ষার অবসান ঘটল। মঙ্গলবার সকালেই ভারতীয় দলের হয়ে খেলার জন্য প্রয়োজনীয় ছাড়পত্র পেয়ে গেলেন রায়ান উইলিয়ামস। কিন্তু তিনি যে সময় ‘এনওসি’ হাতে পেয়েছেন, ততক্ষণে এই ম্যাচের জন্য ফুটবলারদের নাম নথিভুক্ত হয়ে গিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ফিফার প্রয়োজনীয় অনুমতি না আসায় বাংলাদেশের বিরুদ্ধে ভারতের জার্সি গায়ে অভিষেক হচ্ছে না রায়ান উইলিয়ামসের।
