Connect with us

AIFF অনূর্ধ্ব-১৭ এলিট যুব লিগ চ্যাম্পিয়ন পঞ্জাব এফসি

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: জামশেদপুর এফসিকে হারিয়ে এআওএফএফ অনূর্ধ্ব-১৭ এলিট যুব লিগ চ্যাম্পিয়ন হল পঞ্জাব এফসি। বুধবার গুয়াহাটির সাই গ্রাউন্ডে জামশেদপুরকে ৪-১ গোলে হারিয়েছে পঞ্জাব এফসির যুব দল। ২৮ মিনিটেই এগিয়ে যায় পঞ্জাব। দশ মিনিটের মধ্যেই পরপর গোল করে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। অবশেষে ৫৭ মিনিটে একটি গোল পরিশোধ করে জামশেদপুর এফসি। যদিও ম্যাচে ফেরার জন্য তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত জামশেদপুর এফসিকে ৪-১ গোলে চূর্ণ করে খেতাব জিতল পঞ্জাব এফসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা