রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: নিউ জারসির মেট লাইফ স্টেডিয়ামে পালমেইরাজ বনাম আল আহলির ম্যাচ চলাকালীন হঠাৎই ম্যাচ বন্ধ করে দেওয়া হয়। নির্ধারিত সময়ের ৩০ মিনিট বাকি থাকলেও, সমস্ত দর্শকদের দর্শক আসন ছেড়ে নিরাপদে আশ্রয় নেওয়ার অনুরোধ করা হয়। মাঠে উপস্থিত ফুটবলার সহ সমস্ত সাপোর্ট স্টাফেদের নিরাপদে মাঠের বাইরে নিয়ে আসা হয়। জানা যাচ্ছে প্রতিকূল আবহাওয়ার জন্যই ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছে। ম্যাচ বাতিল হওয়ার সময় আল আহলির বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে ছিল পালমেইরাস। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে একটি বার্তা দেখিয়ে মাঠে উপস্থিত দর্শকদের নিরাপদ স্থানে পৌঁছানোর আদেশ দেওয়া হয়।