রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আসন্ন মরশুমে নর্থইস্ট ইউনাইটেড এফসির জার্সি গায়েই মাঠ কাঁপাবেন আলাদিন আজারেই। এবছর আইএসএলের সর্বোচ্চ গোলদাতা হিসাবে সোনার বুট এবং সোনার বল পেয়েছেন। সেই ফুটবলারকে ধরে রাখল নর্থইস্ট ইউনাইটেড এফসি টিম ম্যানেজমেন্ট। আরও এক মরশুমের জন্য চুক্তি বৃদ্ধি করা হল তাঁর সঙ্গে। সদ্য সমাপ্ত মরশুমে ২৫ টি ম্যাচ খেলে ২৩ গোল করেছেন আলাদিন এবং ৭ টি গোলের পিছনে তাঁর অবদান রয়েছে। আসন্ন মরশুমে আরও একবার নর্থইস্ট ইউনাইটেড এফসির হয়ে নিজেকে মেলে ধরতে চান আলাদিন আজারেই। এই চুক্তি বৃদ্ধির পর আলাদিন বলেন, “আমি খুব খুশি। নর্থইস্ট ইউনাইটেড এফসি আমার কাছে একটা পরিবার। আমি আরও একবার সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই।”