রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম জনপ্রিয় ক্লাব নর্থইস্ট ইউনাইটেড এফসি স্প্যানিশ আক্রমণাত্মক মিডফিল্ডার হোসে ম্যানুয়েল ‘চেমা’ নুনেজকে ২০২৫–২৬ মরশুমের জন্য দলে নেওয়ার কথা ঘোষণা করেছে। চুক্তিতে অতিরিক্ত এক বছরের সম্প্রসারণের অপশনও রাখা হয়েছে। ২৭ বছর বয়সী চেমা স্পেনের ক্লাব আন্তেকেরা সিএফ থেকে যোগ দিচ্ছেন ‘হাইল্যান্ডার্স’-দের দলে। সেভিয়া এফসি-র যুব অ্যাকাডেমির ফুটবলার চেমা এর আগে আলবাসেতে এবং রিয়াল বেটিস ‘বি’ দলের হয়ে খেলেছেন।
২০২৪–২৫ মরশুমে তিনি স্পেনের তৃতীয় বিভাগের লিগ ‘প্রিমেরা ফেডেরাসিয়ন’-এ ৩০০০-এরও বেশি মিনিট মাঠে ছিলেন। ওই মরশুমে তাঁর ঝুলিতে এসেছে ১টি গোল ও ১০টি অ্যাসিস্ট। নর্থইস্ট ইউনাইটেড এফসিতে যোগ দিয়ে চেমা বলেন, “নর্থইস্ট ইউনাইটেড এফসিতে যোগ দিতে পেরে আমি দারুণ উচ্ছ্বসিত। ক্লাব, সমর্থক এবং এই অঞ্চলের ফুটবলপ্রেম সম্পর্কে অনেক ভালো কথা শুনেছি। কোচের সঙ্গে কথা বলার পরেই বুঝতে পারি এটি আমার কেরিয়ারের জন্য সেরা পদক্ষেপ। আমি দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই এবং সকলের সঙ্গে দারুণ কিছু স্মৃতি তৈরি করতে মুখিয়ে আছি।”
নর্থইস্ট ইউনাইটেডের প্রধান কোচ হুয়ান পেদ্রো বেনালি বলেছেন, “চেমা একজন টেকনিক্যালি দক্ষ ফুটবলার। তিনি আমাদের মিডফিল্ডে সৃজনশীলতা ও ভারসাম্য এনে দেবেন। তাঁর খেলার ধরণ, পাসিং, এবং ডিফেন্স ভেদ করার ক্ষমতা আমাদের জন্য বড় সম্পদ হয়ে উঠবে।”
প্রসঙ্গত, আগামী ১৩ জুলাই থেকে গৌহাটিতে শুরু হতে চলা দলের প্রাক-মরশুম শিবিরে চেমা দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।