রে স্পোর্টজের প্রতিবেদন: চলতি আইএসএলে অশ্বমেধের ঘোরা মোহনবাগান। শনিবার সন্ধ্যায় কেরালার মাটিতে কেরালা ব্লাস্টার্সকে উড়িয়ে দিয়ে, আরও একবার সেটাই প্রমাণ করল হোসে মোলিনার দল। এদিন গ্রেগ স্টুয়ার্ট, সাহাল, আশিস রাইকে ছাড়াই মাঠে নেমেছিল মোহনবাগান। কিন্তু একাই কেরালাকে ছারখার করে দিলেন জেমি ম্যাকলারেন। জোড়া গোল করে ম্যাচের নায়ক তিনি। ৩-০ গোলে কেরালা ব্লাস্টার্সকে উড়িয়ে দিয়ে লিগ শিল্ড জয়ের আরও কাছে সবুজ-মেরুন ব্রিগেড।
ম্যাচের প্রথম ১৫ মিনিট নিজেদের দখলেই রেখেছিল কেরালা। কিন্তু ২৮ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন জেমি ম্যাকলারেন। ৪০ মিনিটের মাথায় দ্বিতীয় গোল। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি কেরালা। দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটের মাথায় শেষ গোলটি করেন আলবার্তো রদ্রিগেজ। এই জয়ের ফলে ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে সকলের ধরাছোঁয়ার বাইরে মোহনবাগান।