রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি মরশুমে আইএসএলে জোড়া ট্রফি জিতেছে মোহনবাগান। ডুরান্ড কাপে রানার্সআপ। সুপার কাপেও নিজেদের লক্ষ্য পূরণ করতে পেরেছে সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট। কিন্তু হঠাৎই বিনা মেঘে বজ্রপাতের মত ট্রান্সফার ব্যানের আওতায় পড়তে হল মোহনবাগানকে। ইতিমধ্যেই আসন্ন মরশুমের জন্য দল গঠনের পরিকল্পনাও শুরু করে দিয়েছে বাগান টিম ম্যানেজমেন্ট। সেই পরিকল্পনায় সাময়িক ধাক্কা খেল মোহনবাগান।
সূত্র মারফত খবর, ফুটবলারের নাম নথিভুক্তিকরণ জনিত সমস্যার জন্যই সাময়িক নিষেধাজ্ঞা মোহনবাগানে। তবে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে এই নিষেধাজ্ঞা সাময়িক এবং টেকনিক্যাল সমস্যার জন্যই তৈরি হয়েছে। জেসন কামিন্সের সইয়ের সময়কালীন কাগজ-পত্রের কিছু সমস্যার জন্যই এই নিষেধাজ্ঞা। তবে মোহনবাগান ম্যানেজমেন্টের বিশ্বাস খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে।