Connect with us

২৮ সদস্যের দল নিয়েই থাইল্যান্ড যাচ্ছেন মানোলো মার্কুয়েজ

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ৪ জুন থাইল্যান্ডের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলবে ভারত। তারপর ১০ জুন এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারতের প্রতিপক্ষ হংকং। গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচের জন্য কলকাতায় এক সপ্তাহের শিবির করেছে ভারতীয় দল। শিবির শেষে ২৮ সদস্যের দল নিয়েই থাইল্যান্ড যাওয়ার কথা ঘোষণা করলেন ভারতীয় ফুটবল দলের হেড কোচ মানোলো মার্কুয়েজ রোকা। কলকাতা প্রস্তুতি শিবিরের পাশাপাশি, দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন সুনীল ছেত্রীরা। বুধবার থাইল্যান্ড উড়ে যাওয়ার জন্য ২৮ সদস্যের দল ঘোষণা করলেন ভারতীয় দলের স্প্যানিশ হেড কোচ।

এক নজরে ভারতের ২৮ সদদ্যের দল:

গোলরক্ষক: হৃতিক তিওয়ারি, বিশাল কাইথ, গুরমিত সিং, অমরিন্দর সিং।
ডিফেন্ডার: নওরেম রোশন সিং, রাহুল ভেকে, চিংলেনসানা সিং, আনোয়ার আলি, বরিস সিং থাংজাম, সন্দেশ ঝিঙ্গান, আশিস রাই, শুভাশীষ বোস, মেহেতাব সিং, টেকচাম অভিষেক সিং।
মিডফিল্ডার: সুরেশ সিং ওয়াংজাম, নওরেম মহেশ সিং, আয়ুষ দেব ছেত্রী, উদান্তা সিং, লালেনগমাওইয়া রালতে (আপুইয়া), লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, ব্র্যান্ডন ফার্নান্দেজ, নিখিল প্রভু।
ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, এডমুন্ড লালরিন্ডিকা, মনবীর সিং, সুহেল আহমেদ ভাট, লালরিনজুয়ালা ছাংতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা