রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ২৫ জুন থেকেই শুরু হচ্ছে কলকাতা লিগ। লিগের উদ্বোধনী ম্যাচে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে বেহালা এসএসের মুখোমুখি হবে কালীঘাট মিলন সংঘ। উদ্বোধনী অনুষ্ঠানের পর নৈশালোকে শুরু হবে ম্যাচ। বৃহস্পতিবার সন্ধ্যায় আইএফএর পক্ষ থেকে লিগের আংশিক সূচি প্রকাশ করা হয়েছে। আপাতত ২০ জুলাই পর্যন্ত লিগের সূচি প্রকাশ করা হলেও, ২ জুলাইয়ের পর কোনও ম্যাচের ভেন্যু জানানো হয়নি।
প্রকাশিত সূচি অনুযায়ী তিন প্রধানের মধ্যে সবার আগে মাঠে নামবে ইস্টবেঙ্গল। ২৭ জুন নৈহাটি স্টেডিয়ামে লাল-হলুদের প্রতিপক্ষ মেসারার্স ক্লাব। ২৯ তারিখ অভিযান শুরু করবে মহামেডান স্পোর্টিং। সাদা-কালো ব্রিগেডের প্রতিপক্ষ পিয়ারলেস। ৩০ তারিখ নৈহাটিতে পুলিশ এসির বিরুদ্ধে ম্যাচ দিয়েই লিগ অভিযান শুরু করবে মোহনবাগান। আগামী ১৯ জুলাই কলকাতা লিগের ডার্বি। সূত্র মারফত খবর, বারাসাত স্টেডিয়ামেই মরশুমের প্রথম বড় ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান।