রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গঞ্জালো র্যামোসের একমাত্র গোলে, জুভেন্টাসকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শেষ আটে জায়গা পেয়েছে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিলেন রিয়াল মাদ্রিদ ফুটবলাররা। তবে বারংবার আক্রমণ করেও, কিছুতেই গোলমুখ খুলতে পারছিলেন না ভিনিসিয়াস-ভালভার্দেরা। প্রথমার্ধে ফলাফল ০-০ থাকলেও, দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে গিয়ে, ম্যাচের একমাত্র গোলটি করেন গঞ্জালো র্যামোস। যার গোলেই ম্যাচ জিতে নেয় রিয়াল মাদ্রিদ।
অপরদিকে মেক্সিকোর ক্লাব মন্তেরেকে ২-১ গোলে হারিয়ে, ক্লাব বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে পৌঁছেছে জার্মানির ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল ডর্টমুন্ড। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে মন্তেরের হয়ে ব্যবধান কমান বার্তেরামে। এদিকে ডর্টমুন্ডের হয়ে এদিনের ম্যাচে জোড়া গোল করেছেন গুরেসি। কোয়ার্টার ফাইনালে স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ডর্টমুন্ড।