ফুটবল

সঙ্গীতা বাসফোরের জোড়া গোলে, ২০২৬ মহিলাদের এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করল ভারত। জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দেশের সবথেকে বড় লিগ আইএসএল। সেই লিগে খেলে প্রচুর অর্থ উপার্জনের পাশাপাশি অনেক বড় মঞ্চে নিজেদেরকে প্রমাণ করার সুযোগ পেয়ে থাকেন ভারতের জাতীয় দলের ফুটবলাররা। শুধু তাই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নামিদামি বিদেশি ফুটবলারদের পাশেও খেলার সুযোগ পান তারা। ক্লাব ফুটবলে নিজেদের ক্লাবের হয়ে সেরা ছন্দে ফুটবল খেলতে দেখা যায় প্রত্যেক ভারতীয় ফুটবলারকেই। কিন্তু দেশের জার্সি গায়ে যখন তারা মাঠে নামেন তখন তাদের সেই পারফরম্যান্স টা কোথায় যায়? এই প্রশ্নের উত্তর কারোর জন্য নেই। যেখানে পুরুষ দল একের পর এক ব্যর্থতার সম্মুখীন হচ্ছে, তারই মাঝে ভারতের মুখ উজ্জ্বল করছে ভারতের মেয়েরা। ৪ জুন, যেই থাইল্যান্ডের কাছে ২-০ গোলে পরাজিত হয়েছিলেন পুরুষরা, এক মাস বাদে সেই থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়েই, ২০২৬ মহিলাদের এশিয়ান কাপের টিকিট পাকা করলো ভারতের মেয়েরা। এদিনের ম্যাচে যে। গোলকরে বাংলার না উজ্জ্বল করেছেন সঙ্গীতা বাসফোর। তার জোড়া গোলেই, প্রথমবারের জন্য মহিলাদের ফুটবলে থাইল্যান্ডকে হারিয়ে জয় পেয়েছে ভারত। 

ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারতের রয়েছে ৭০ নম্বরে। যেখানে থাইল্যান্ড রয়েছে ৪৬ নম্বরে। কিন্তু খেলায় তার প্রভাব একেবারেই দেখা যায়নি ভারতীয় ফুটবলারদের মধ্যে। বরং থাইল্যান্ডের। সংয়েকাহ কাদ মিলিয়ে করে গেছেন ভারতের বাঘিনীররা। শনিবার নিজেদের ঘরের মাঠে শুরুতেই আক্রমণে উঠে আসে থাইল্যান্ড। ম্যাচের শুরুতেই থাইল্যান্ডের একটি শট পোস্টে লেগে প্রতিহত হয়। তারপর ম্যাচের ২৪ মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করে ভারত। প্রথম গোলটি ভারত পায় ম্যাচের ২৯ মিনিটে। বাঙালি ফুটবলার সঙ্গীতা বাসফোর দূরপাল্লার শটে গোল করে, ভারতকে এগিয়ে দেন। তারপরেও গোলের সুযোগ পেয়েছিল ভারত। প্রথমার্ধের শেষের দিকে গোলের সহজ সুযোগ হাতছাড়া করে থাইল্যান্ডও। যার ফলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে সাজঘরে ফেরে ভারত। 

দ্বিতীয়ার্ধে শুরুতেই নিজেদের দোষে গোল হজম করে ভারত। তবে গোল হজম করলেও, খেলায় কোনোভাবে নিজেদের পিছিয়ে রাখেনি তারা। তারপর থেকে আরও আক্রমণাত্মক ছন্দে ফুটবল খেলেন ভারতের মেয়েরা। ৬৩ এবং ৬৭ মিনিটে পরপর গোলের সুযোগ হাতছাড়া করে ভারত। অবশেষে ৭৩ মিনিটে কর্নার থেকে গোল করে ভারতের জয় নিশ্চিত করেন সেই সঙ্গীতা বাসফোর। পাশাপাশি এএফসি এশিয়ান কাপেও জায়গা করে নেয় ভারতের মহিলা ব্রিগেড। আগামী বছর অস্ট্রেলিয়ায় বসবে এএফসি এশিয়ান কাপের আসর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version