Connect with us

পূর্ব বর্ধমানে শুরু হল ‘আইএফএ–ফুটবল সেন্টার অফ এক্সেলেন্স’ একাডেমি

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে এবং আইএফএ-এর সহযোগিতায় পূর্ব বর্ধমানে আনুষ্ঠানিকভাবে চালু হল “আইএফএ–ফুটবল সেন্টার অফ এক্সেলেন্স একাডেমি।” জেলার ক্রীড়াপ্রেমীদের জন্য এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে বাংলার ফুটবল মহল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পশুসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ, সাংসদ শ্রী কীর্তি আজাদ ঝা, জেলা পরিষদের সভাধিপতি শ্রী শ্যামাপ্রসন্ন পাল, জেলা শাসক শ্রীমতী অনন্যা রায় আইএএস, জেলা পুলিশ সুপার শ্রী সায়ক দাস, সহ বহু বিশিষ্ট ব্যক্তি। কলকাতার আইএফএ সভাপতি শ্রী অরিন্দম ব্যানার্জি, সম্পাদক শ্রী অতনু ভট্টাচার্য এবং ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক শ্রী সুব্রত ভট্টাচার্য ও প্রাক্তন জাতীয় খেলোয়াড় শ্রী দীপেন্দু বিশ্বাসও অনুষ্ঠানে যোগ দেন।
এই একাডেমির মূল উদ্দেশ্য হল জেলার প্রতিভাবান ফুটবল খেলোয়াড়দের সঠিক প্রশিক্ষণ প্রদান ও তাদের রাজ্য ও জাতীয় স্তরের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করে তোলা।
সম্প্রতি জেলার চারটি মহকুমার সরকারি বিদ্যালয়ের ১২৫৫ জন ছাত্রছাত্রী (ছেলে – ১০৬৯, মেয়ে – ১৮৬) প্রাথমিক ট্রায়ালে অংশ নেন। তাঁদের মধ্যে ১৫৫ জন প্রতিভাবান খেলোয়াড়কে (ছেলে – ১০৭, মেয়ে – ৪৮) নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত খেলোয়াড়দের মধ্যে কালনা মহকুমা থেকে ২৪ জন, কাটোয়া থেকে ১২ জন, পূর্ব বর্ধমান সদর উত্তর থেকে ৫৬ জন এবং সদর দক্ষিণ থেকে ৬৩ জন রয়েছেন।
নির্বাচিত খেলোয়াড়রা এখন নিয়মিত প্রশিক্ষণ, ফিটনেস ওয়ার্কশপ, সুষম আহার এবং ম্যাচ প্র্যাকটিসের সুযোগ পাবেন। একাডেমিতে থাকবে আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা এবং ভিডিও বিশ্লেষণের সুবিধা।
জেলা প্রশাসন ও আইএফএ কর্তৃপক্ষের আশা, এই একাডেমির মাধ্যমে জেলার প্রতিভাবান ফুটবলাররা ভবিষ্যতে রাজ্য ও জাতীয় স্তরে সাফল্যের মুখ দেখবে। নির্বাচিত সকল প্রতিযোগী ও তাদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা