Connect with us

হালান্ডের পাঁচ গোল, রোনাল্ডোর রেকর্ড, হার ব্রাজিল-আর্জেন্টিনার

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে মঙ্গলবার রাত ফুটবলপ্রেমীদের জন্য নিয়ে এল এক রোমাঞ্চকর অধ্যায়। ইউরোপ থেকে দক্ষিণ আমেরিকা – একাধিক ম্যাচে দেখা গেল নাটকীয় ফলাফল।

ইউরোপে নরওয়ে যেন গোলের ঝড় তুলল। মোলদোভার বিরুদ্ধে ১১-১ গোলে জিতে তারা বাছাইপর্বের ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় জয়ের স্বাদ পেল। দলের প্রধান তারকা আরলিং হালান্ড একাই পাঁচ গোল করে রীতিমতো শোরগোল ফেলে দেন। প্রথমার্ধেই হ্যাটট্রিক সম্পূর্ণ করে ফেলেন তিনি, দ্বিতীয়ার্ধে যোগ করেন আরও দুটি। এর ফলে আন্তর্জাতিক পর্যায়ে হালান্ডের গোলসংখ্যা দাঁড়াল ৪৫ ম্যাচে ৪৮, যা ইউরোপীয় ফুটবলের অন্যতম সেরা রেকর্ড। বদলি হিসেবে নামা থেলো আসগার্ডও ইতিহাস গড়লেন চার গোল করে, যেন মনে করিয়ে দিলেন ওলে গুনার সোলশেয়ারের সেই বিখ্যাত ‘সুপার সাব’ মুহূর্ত। এই বিশাল জয়ের ফলে গ্রুপ শীর্ষে থেকে নরওয়ে তাদের বহু প্রতীক্ষিত বিশ্বকাপ যাত্রার পথ আরও মসৃণ করে নিল।

অন্যদিকে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আবারও প্রমাণ করলেন কেন তিনি সর্বকালের সেরা ফুটবলার। হাঙ্গেরির বিরুদ্ধে ৩-২ ব্যবধানে জেতা ম্যাচে রোনাল্ডো পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপ বাছাইপর্বের সর্বোচ্চ গোলদাতার তালিকায় কার্লোস রুইজের রেকর্ড ছুঁয়ে ফেললেন। ম্যাচের শেষদিকে জোয়াও ক্যানসেলোর দুর্দান্ত গোল নিশ্চিত করে তিন পয়েন্ট, ফলে পর্তুগালের শীর্ষস্থানও অটুট রইল।

কিন্তু দিনের সবচেয়ে বড় চমক এল দক্ষিণ আমেরিকা থেকে। ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে দিল বলিভিয়া। ম্যাচের একমাত্র গোল আসে প্রথমার্ধের ইনজুরি টাইমে মিগুয়েল তেরসেরোসের পেনাল্টি থেকে। এই হারের ফলে ব্রাজিল নেমে গেল পঞ্চম স্থানে এবং এখন তাদের আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলতে হবে। ব্রাজিলিয়ান দল ম্যাচ শেষে বিতর্কিত রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে।

একই রাতে ইকুয়েডর গুয়াইয়াকিলে আর্জেন্টিনাকে হারিয়ে দিল ১-০ গোলে। লিওনেল মেসি ছিলেন না দলে, আর রক্ষণের স্তম্ভ নিকোলাস ওটামেন্ডি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। যদিও পরে ইকুয়েডরও ১০ জনে নেমে এল, তারা শেষ পর্যন্ত জয় ধরে রাখে। তবে এই হারের পরও আর্জেন্টিনা শীর্ষেই থেকে বাছাইপর্ব শেষ করেছে। তবু তাদের টানা দুই বছরের ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এক নম্বর অবস্থান শেষ হতে চলেছে, কারণ পরবর্তী তালিকায় স্পেন উঠে আসছে শীর্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা