রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সুপার কাপের আগে বড় ধাক্কা ইস্টবেঙ্গল শিবিরে। লাল-হলুদ শিবিরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ক্লেইটন সিলভা। বুধবার ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে সমাজ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এই খবর জানানো হয়। গত সোমবার একটি অনুশীলন ম্যাচ চলাকালীন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন ক্লেইটন। গতকাল ইস্টবেঙ্গল ক্লাবের বার পুজোর অনুষ্ঠানেও উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় ক্লেইটন ও অস্কারকে। সমস্যা ক্রমেই ঘনীভূত হচ্ছিল। আচমকাই ইস্টবেঙ্গলের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করলেন ব্রাজিলীয় স্ট্রাইকার।
গত মরশুমে ইস্টবেঙ্গলের সুপার কাপ জয়ের নায়ক ছিলেন ক্লেইটন সিলভা। তাছাড়াও লাল-হলুদ গায়ে সাফল্যের সঙ্গে ফুটবল খেলেছেন তিনি। তবে সম্প্রতি নিজের সেরা ছন্দের ধারে কাছেও ছিলেন না। ইতিমধ্যেই লাল-হলুদ শিবিরে ক্লেইটনকে নিয়ে অসস্তি তৈরি হয়েছিল। তবে সেটা যে দলের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের রূপ নেবে, তা হয়তো ভাবতে পারেনি লাল-হলুদ জনতা। সব মিলিয়ে সুপার কাপের আগে ক্লেইটনের সরে যাওয়া, চাপ তৈরি করবে ইস্টবেঙ্গল শিবিরে।