রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রুদ্ধশ্বাস ফাইনাল! কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জিতল বার্সেলোনা। শেষ মুহুর্তের গোলেই খেতাব হাতছাড়া করল কার্লো আনসেলত্তির দল। অতিরিক্ত সময়ের শেষ মুহুর্তে জুলেস কুন্দের গোলে রেকর্ড ৩২তম বার স্প্যানিশ সুপার কাপ জিতল কাতালানরা।
ম্যাচের শুরু থেকেই দাপট বজায় রেখেছিল হ্যান্সি ফ্লিকের দল। ২৮ মিনিটের মাথায় পেদ্রির করা গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৭০ মিনিটে এমবাপের গোলে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। ৭ মিনিট পরেই রিয়ালকে এগিয়ে দেন চুয়ামেনি। কিন্তু অগ্রগমণ ধরে রাখতে পারেনি তারা। ৮৪ মিনিটে ফেরান টোরেসের গোলে সমতায় ফেরে বার্সেলোনা। সবাই যখন ধরে নিয়েছে ম্যাচের ফয়সালা হতে চলেছে টাই ব্রেকারে। ঠিক তখনই ১১৬ মিনিটের মাথায় বার্সেলোনার হয়ে জয়সূচক গোলটি করেন জুলেস কুন্দে।