সায়ন দে, ভুবনেশ্বর: আইএসএলের সবথেকে ধারাবাহিক দলের মধ্যে একটি হল এফসি গোয়া। চলতি মরশুম মানোলো মার্কুয়েজের তত্ত্বাবধানে দারুন ছন্দে রয়েছে গোটা দল। আইএসএলে ট্রফি জয়ের স্বপ্ন পূরণ না হলেও, সুপার কাপে সেই স্বপ্ন নিয়েই খেলতে নেমেছে গোয়া। প্রথম ম্যাচে গোকুলাম কেরালা এবং কোয়ার্টার ফাইনালে পঞ্জাব এফসিকে হারিয়ে সুপার কাপের সেমিফাইনালে পৌঁছেছে তারা। আগামী বুধবার মোহনবাগানের বিরুদ্ধে সেমিফাইনালে মুখোমুখি হবে গোয়া। পঞ্জাব ম্যাচে গোল করে দলকে সমতায় ফিরিয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরা। ম্যাচের আগের দিন রে স্পোর্টজকে একান্ত সাক্ষাৎকার দিলেন তিনি।
রে স্পোর্টজ: ইস্টবেঙ্গলের হয়ে আপনি সুপার কাপ জিতেছেন। এবছর আপনার দল এফসি গোয়া ইতিমধ্যেই সেমিফাইনালে। কি বলবেন?
বোরহা: ইস্টবেঙ্গলের হয়ে সুপার কাপ জেতাটা আমার কাছে একটা আলাদা প্রাপ্তি। কিন্তু এখন আমি গোয়ার ফুটবলার। সুপার কাপের সেমিফাইনালে আমরা শুধুমাত্র আমাদের কঠিন পরিশ্রমের কারণেই পৌঁছেছি।
রে স্পোর্টজ: আইএসএলে ভাল খেলেও ট্রফি হাতছাড়া হয়েছে। সুপার কাপ নিয়ে কতটা আশাবাদী?
বোরহা: আমাদের মানসিকতা পরিষ্কার, আমরা জিততে চাই। সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদের দল প্রস্তুত।
রে স্পোর্টজ: সুপার কাপ চ্যাম্পিয়ন হলে এএফসিতে খেলার সুযোগ রয়েছে। সেখানে খেলতে কতটা মুখিয়ে রয়েছেন?
বোরহা: প্রত্যেকটা ফুটবলারের স্বপ্ন থাকে বড় মঞ্চে খেলার। তাই এএফসির মতো বড় মঞ্চে খেলতে আমি মুখিয়ে রয়েছি।
রে স্পোর্টজ: পঞ্জাব ম্যাচে আপনার গোলেই সমতায় ফিরেছে গোয়া। সেমিফাইনালে প্রতিপক্ষ মোহনবাগান। এই ম্যাচের জন্য আপনার ব্যক্তিগত লক্ষ্য কি?
বোরহা: পঞ্জাবের বিরুদ্ধে গোলটা দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তবে মোহনবাগানের বিরুদ্ধে আমার লক্ষ্য একটাই, ম্যাচ জেতার জন্য দলকে সাহায্য করা।
রে স্পোর্টজ: সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন?
বোরহা: সমর্থকদের ভালবাসাই আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। তাদের জন্য প্রতিটা ম্যাচে লড়াই করব।