Connect with us

শিল্ডে খেলবে মহামেডান

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০১৪ সালে শেষবার আইএফএ শিল্ড জিতেছে মহামেডান স্পোর্টিং। কিন্তু আসন্ন আইএফএ শিল্ডে খেলবে না সাদা-কালো ব্রিগেড। মহামেডানের তরফ থেকে জানানো হয়েছে ১৪ অক্টোবর পর্যন্ত ফুটবলারদের ছুটি দিয়েছে তারা। এদিকে  ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে শিল্ড। ফলে ফুটবলারদের ফিরিয়ে এনে শিল্ডের জন্য অনুশীলন শুরু করা সম্ভব নয় বলেই আইএফএ সচিব অনির্বাণ দত্তকে জানিয়েছে সাদা-কালো কর্তারা। মহামেডানের কথা স্বীকার করে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, “মহামেডান খেলবে না বলে জানিয়েছে। ফলে আমরা অন্য কয়েকটা ক্লাবের সঙ্গে কথা বলছি”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা