রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সোমবার এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই, কম্বোডিয়ার দল নমপেন ক্রাউনকে ১-০ গোলে হারিয়ে যাত্রা শুরু করল ইস্টবেঙ্গলের মহিলা দল। ইস্টবেঙ্গলের হয়ে এদিন একমাত্র গোলটি করেছেন ফাজিলা।
এদিনের ম্যাচের শুরু থেকেই রক্ষণের দিকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে ফুটবল খেলতে শুরু করেন ইস্টবেঙ্গলের মহিলারা। নিজেদের ডিফেন্সকে আঁটসাঁট রেখেই, আক্রমণে উঠে আসছিল অ্যান্থনি অ্যান্ড্রুজের দল। প্রথমার্ধের শেষের দিকে গোলও পেয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। তবে সেই গোল বাতিল হওয়ায় প্রথমার্ধে ফলাফল থাকে ০-০। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ শুরু করে ইস্টবেঙ্গলও। অপরদিকে ইস্টবেঙ্গল রক্ষণে আক্রমণ তুলে আনছিলেন নমপেন ক্রাউনের ফুটবলাররাও। অপরদিকে ম্যাচের ৫৮ মিনিটে সঙ্গীতা বাসফোর একটি গোলমুখী শট নিলেও, সেই শট থেকে গোল হয়নি। দুই দলই যথেষ্ট আক্রমণ করলেও, কিছুতেই গোল আসছিল না। অবশেষে ম্যাচের ৭০ মিনিটে, নমপেন ক্রাউনের রক্ষণভাগকে ভেঙে গোল করেন উগান্ডার স্ট্রাইকার ফাজিলা ইকওয়াপুট। তার গোলেই শেষমেষ জয় পেয়ে, এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শুরু করে মশাল বাহিনী। আগামী ৩১ আগস্ট, হংকংয়ের কিচি এফসির বিরুদ্ধে খেলবে অ্যান্থনি অ্যান্ড্রুজের ইস্টবেঙ্গল দল।